প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মণ

অবশেষে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবার প্রথম হযেছেন  বীরভূমেরে ছাত্র শোভন মন্ডল। প্রাপ্ত নম্বর ৪৯৮। যুগ্মভাবে প্রথম হযেছে রাজর্ষি বর্মণ। 

arka deb | Published : May 27, 2019 5:21 AM IST / Updated: May 27 2019, 12:28 PM IST

অবশেষে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবার প্রথম হযেছেন  বীরভূমেরে ছাত্র শোভন মন্ডল। প্রাপ্ত নম্বর ৪৯৮। যুগ্মভাবে প্রথম হযেছে রাজর্ষি বর্মণ। কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র সে। মেয়েদের মধ্যে প্রথম সংযুক্তা বোস। ৪৯৬ পেয়ে দ্বিতীয় হয়েছেন সংযুক্তা বোস, তন্ময় মাইকা (মেদিনীপুর), ঋতম নাথ (কৃষ্ণনগর), মহম্মদ মাসুম আখতার, অনাতপ মিত্র। এ বছর প্রথম দশে রয়েছে মোট ১৩৭ জন ছাত্র।

এবার ৭ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন পরীক্ষা দিয়েছিল। পাশের হার ছেলেদের মধ্যে ৮৭.৪৪ শতাংশ, মেয়েদের মধ্যে ৮৫.৩০শতাংশ, পূর্ব মেদিনীপুর, কলকাতা, মেদিনীপুর, কানিম্পং-এ পাশের হার সবচেয়ে বেশি। গত বছরের থেকে ১২১৮৮ জন বেশি প্রথম বিভাগে পাশ করেছে।  ৫৬ টি জায়গা থেকে রেজাল্ট বিতরণ হবে স্কুলগুলিতে।  পরীক্ষার ফল বেরোনোর পনেরো দিনের মধ্যে অনলাইনে রিভিউ-এর জন্যে আবেদন জানানো যাবে।

Latest Videos

তৃতীয় হয়েছেন বর্নালী ঘোষ, (নবগ্রাম, হুগলি), সুপ্রিয় চক্রবর্তী, (বর্ধমান), মৃন্ময় মন্ডল, সুপ্রিয় সিং, চতুর্থ হয়েছে রাকেশ দে, সাইথিয়া টাউন স্কুল, মহাকাশ রক্ষিত, বাঁকুড়া,অতীচ্ছা সাহা,শ্রমং জানা, হুগলি, কমল দাস, ত্রিবেনী, ও অভিজিত সাহু।

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo