সাত মাসের মেয়েকে রেখে প্রেমিকের সঙ্গে আত্মঘাতী মা, চাঞ্চল্য বীরসিংহ গ্রামে

  • পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামের ঘটনা
  • বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই চমর সিদ্ধান্ত
  • গ্রামের মধ্যেই গাছের ডালে ঝুলন্ত দেহ উদ্ধার
  • মৃত গৃহবধূর সাত মাসের একটি শিশুকন্যা রয়েছে
     

বিয়ে হয়ে গিয়েছিল প্রেমিকার। একটি সন্তানও রয়েছে তাঁর। কিন্তু তার পরেও প্রেমিক-প্রেমিককা পরস্পরকে ভুলতে পারছিলেন না। তাই শেষ পর্যন্ত চরম সিদ্ধান্তটাই নিয়ে ফেললেন দু' জনে। গ্রামের মধ্যেই একই সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন তাঁরা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার বীরসিংহ গ্রামে। এ দিন সকালে স্থানীয় বীরসিংগ মাঠের মধ্যে একটি গাছে ঝুলতে দেখা যায় ওই তরুণ- তরুণীকে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Latest Videos

স্থানীয় সূত্রে খবর, আত্মঘাতী দুই যুবক- যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। কিন্তু বছর দেড়েক আগে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যায়। বিয়ের পরে বেশ কিছুদিন দু' জনের যোগাযোগ ছিল না বলে পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু কিছুদিন যাবৎ ফের তাঁদের মধ্যে সম্পর্ক  তৈরি হয়। যে জটিলতা থেকেই এই পরিণতি বলে পুলিশের অনুমান। 

স্বভাবতই এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত তরুণীর সাত মাসের একটি মেয়ে রয়েছে। মাকে ছাড়া একরত্তি ওই শিশুর কী হবে, তা নিয়েও উদ্বিগ্ন তাঁর শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির সদস্যরা। মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

Share this article
click me!

Latest Videos

West Bengal-এর কী নতুন নামকরণ করলেন BJP নেত্রী Agnimitra Paul! দেখুন | Agnimitra Paul Latest News
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
'সেমি ফাইনালে হারিয়েছি ফাইনালেও হারাবো' Suvendu Adhikari-র চ্যালেঞ্জ Mamata-কে! #shorts #shortsfeed
ফের অশান্তি সন্দেশখালিতে! তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল, সক্রিয় শিবু হাজরার অনুগামীরা | Sandeshkhali
Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি