সুমাতা থেকে কুমাতা, ২০ দিনের কন্যাশিশু ১৫ হাজারে বিক্রি করলেন মা

  •  মাত্র ২০ দিনের কন্যাশিশুকে ১৫ হাজার টাকায় বিক্রি করে দিল মা
  •  চুনাখালি থেকে  উদ্ধার করা হয় ওই শিশুকে
  •  গ্রেফতার করা হয়েছে, শিশুর মা পূজা সরদার সহ দুই রিসিভারকে
  • কে এমন করলেন ওই মহিলা জেরায় কী বললেন পুলিশকে   
     

স্বামী ছেড়ে গেছেন। নিজের ভরণপোষণের জন্য মাত্র ২০ দিনের কন্যাশিশুকে ১৫ হাজার টাকায় বাসন্তীতে বিক্রি করে দিল মা। যদিও বারুইপুর থানার পুলিসের তৎপরতায় বুধবার বিকেলে চুনাখালি থেকে  উদ্ধার করা হয় ওই শিশুকে। গ্রেফতার করা হয়েছে, শিশুর মা পূজা সরদার সহ দুই রিসিভার বিশ্বদেব সরদার ও শর্মিষ্ঠা সরদারকে।  ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হবে। 

পুলিস সূত্রে খবর, সাত-আটমাস আগে বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েতের পশ্চিম মাধবপুরের গৃহবধূ পূজা সরদারের স্বামীর সাথে বিচ্ছেদ হয়। তার শ্বশুরবাড়ি ছিল মন্দিরবাজারে। স্থানীয় বাসিন্দারা জানান, পূজা ২০ দিনের শিশু কন্যা প্রসব করলেও বেশ কিছুদিন ধরে শিশুর আওয়াজ পাচ্ছিলেন না তাঁরা। যদিও শিশু না থাকলেও পূজাকে দেখে অস্বাভাবিক লাগছিল না প্রতিবেশীদের।  আর এর  জেরেই তাদের মনে সন্ধেহ হয়।  গ্রামের বাসিন্দারা বুধবার দুপুরে বারুইপুর থানায় এসে থানার আইসিকে সব জানান।

Latest Videos

এরপরই পুলিস গৃহবধূ পূজা সরদারকে  আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় পুলিস জানতে পারে, পূজা সরদার তার কল্যাণপুরের নিহাটার এক আত্মীয়র সূত্র ধরে নিজের ২০ দিনের শিশুকে বাসন্তিতে বিক্রি করেছে। এই খবর জানতে পেরেই এসআই গোপাল মন্ডলের নেতৃত্বে পুলিস অভিযুক্তকে নিয়েই বাসন্তির চুনাখালি বড়িয়াতে রওনা হয়। শিশু কেনার দায়ে বিশ্বদেব সরদার ও শর্মিষ্ঠা সরদারকে গ্রেফতার করে পুলিশ। জানা  যায়, শিশুর ভরণপোষণের কথা ভেবেই নিজের ২০ দিনের শিশু ১৫ হাজার টাকায় বিক্রি করেছিল পূজা। এই কাজে তাঁকে সাহায্য করেছিল পূজারই বাপের বাড়ির আত্মীয় উজ্জ্বলা বালা।

পুলিস জানতে পেরেছে,এই উজ্জ্বলা বালার খুড়তুতো দাদা হল বিশ্বদেব সরদার। এই বিশ্বদেব সরদারদের কোনও সন্তান ছিল না। পুলিসের কাছে পূজা স্বীকার করেছে, সে নিজে স্বামী পরিতক্তা, তার উপর তার সন্তানকে পালন করার জন্য কোনও টাকা তার কাছে ছিল না। নিজের ভরণ পোষণ চালাবার জন্য সে ২০ দিনের শিশুটিকে বিক্রি করেছিল।

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল