পুর জ্বরে কাবু বাংলা, রাত পোহালেই ফল প্রকাশ, গণনা কেন্দ্রের বাইরে কতটা কড়া নিরাপত্তা ব্যবস্থা

থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন

মিটেছে ভোট পর্ব। যদিও তারপরেও বিন্দু মাত্র কমেনি উত্তেজনা। এমতাবস্থায় এবার রাত পোহালেই রাজ্যের ১০৮টি পৌরসভার ভোটের ফল বের হতে চলছে। তা নিয়েই উত্তপ্ত রাজনৈতিক মহল। এদিকে গত রবিবার ২০ টি জেলার ১০৮ টি পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এই সমস্ত পৌরসভারই ফল ঘোষণা হবে ২ রা মার্চ। বুধবার সব পৌরসভা গুলির ভোট গণনা করা হবে। ইতিমধ্যেই ভোট গণনার জন্য তৈরি স্ট্রং রুম গুলিতে ব্যাপক পুলিশি নজরদারি চোখে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি পৌরসভার নির্বাচনে কার্যত ঘাসফুল ঝড় দেখতে পাওয়া গিয়েছে। এমতবাস্থায় জেলায় জেলায় পুরভোটে ১০৮ আসনে দাপট কারা ধরে রাখে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে পাল্লাভারী যে মমতা ব্রিগেডেরই তা বলাই বাহুল্য। 

এদিকে গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই কমিশনের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে বলে জানা যাচ্ছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও কমিশন কোনোরকম খামতি রাখছে না গণনা কেন্দ্রের ভিতরে। উল্লেখ্য, রবিবার ২০ জেলার ১০৮ পুরসভায় সকাল থেকে ভোট গ্রহণ ঘিরে বহু হিংসাত্মক ছবি উঠে আসে। শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ও বুথ জ্যামের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। যা নিয়েও এখনও অব্যাহত রাজনৈতিক তরজা। ২ হাজার ২৭১ টি বুথে চলে ভোটগ্রহণ। হাইভোল্টেজ এই ভোটগ্রহণ ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। মোতায়েন ছিলেন ৪৪ হাজার পুলিশকর্মী। এবার পালা ফল প্রকাশের। 

Latest Videos

আরও পড়ুন-যুদ্ধ নয় শান্তি চাই, ভিন্টেজ কার নিয়েই কলকাতার রাস্তায় নেমে বড় চমক মদনের

আরও পড়ুন- কাজের চাপে আত্মহত্যা, রেলের কর্মীর মৃত্যু ঘিরে বিক্ষোভ হাওড়ার লিলুয়া ইয়ার্ডে

আরও পড়ুন- যুদ্ধের মধ্যেই ইউক্রেনে আটকে গাইঘাটার যুবক, উদ্বেগে গোটা পরিবার

এদিকে গণনা কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের একেবারে বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারি পুলিশ থেকে শুরু করে কমব্যাট ফোর্স থাকবে। দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে সঙ্গে একমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই রাখা যাবে না। সংবাদ মাধ্যমের জন্য আলাদা ব্যবস্থা থাকছে দ্বিতীয় বলয়ে। এরপর থাকছে তৃতীয় বলয়। যার একপাশে স্ট্রং রুম যেখানে সব প্রার্থীদের ভাগ্য বন্দী আছে অন্যদিকে তৈরী করা হয়েছে মূল গণনা কেন্দ্র। এদিকে নির্বাচন কমিশনের তথ্য বলছে, রবিবার গোটা রাজ্যে ৭৭ শতাংশ ভোট পড়েছে। এদিকে ভোট গ্রহণকে কেন্দ্র করে হিংসার অভিযোগে প্রায় ১০০০টি অভিযোগ দায়ের হয়েছে গোটা রাজ্যজুড়ে।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন