দর্শক শূণ্যই থাকছে মণ্ডপ, তবে সামান্য হলেও স্বস্তিতে পুজো কমিটি, কী নতুন পরিবর্তন এলো রায়ে

  • দর্শকশূণ্যই থাকছে এবছরের পুজো মণ্ডপ
  • পঞ্চমীর দিনও মিলল না কোনও সুখবর
  • তবে এবার সামান্য পরিবর্তন হল হাইকোর্টের নির্দেশে
  • কী কী থাকছে এবার নতুন নির্দেশে

চলতি বছরে উৎসবের আমেজ যে খানিক ম্লান হবে তা সকলেরই কম বেশি জানা ছিল। কিন্তু তারই মাঝে দুর্গা পুজোর প্রস্তুতি ছিল তুঙ্গে। কিন্তু পুজোর শুরুতেই চোখে পড়েছিল বিপুল সংখ্যক মানুষের ভিড়। আর তৃতীয়র সকালেই  মিলেছিল হাইকোর্টের রায়। এবার মণ্ডপ ও প্রতিমা দর্শন থেকে বঞ্চিত থাকবে কলকাতাবাসী। মুহূর্তে তা সাড়া ফেলেছিল সর্বত্র। এই রায়ের পরিবর্তনের জন্যও আর্জি করা হয়। যা বিবেচনা করে সামনে আসে নতুন রায় পঞ্চমীর সকালে। 


উদ্যোক্তাদের রিভিউ পিটিশনের প্রেক্ষিতে আগের রায় পুনর্বিবেচনা করে তাতে সামান্য পরিবর্তন করেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।

Latest Videos


কী কী পরিবর্তন ঘটল- 
হাতে গোনা কয়েকজন নয়, বড় পুজো মণ্ডপে ৬০ পুজো কমিটির সদস্যরা থাকতে পারবেন। 
একসঙ্গে মণ্ডপে ঢুকতে পারবেন ৪৫ব জন।
ছাকিরা থাকতে পারবেন নো এন্ট্রি জোনেই। 
তবে ৩০০ স্কোয়ার মিটারের আয়তনের মণ্ডপকেই বড় মণ্ডপ হিসেবে দেখা হবে। 
তবে সিঁদুর খেলাতে না, সাফ জানিয়ে দেওয়া হল নতুন রায়ে। 

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News