"নবপত্রে সনাতনী" থিমে সাজছে নিউ জলপাইগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো

Published : Sep 18, 2019, 11:12 AM ISTUpdated : Sep 23, 2019, 02:55 PM IST
"নবপত্রে সনাতনী" থিমে সাজছে  নিউ জলপাইগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো

সংক্ষিপ্ত

উত্তরবঙ্গের অন্যতম পুজো নিউ জলপাইগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো ৫৭তম বছরে পদার্পণ করলো পুজো ঘিরে চলে সামাজিক কর্মকাণ্ড এবারের থিম "নবপত্রে সনাতনী"


নিউ জলাপাইগুড়ি তো বটেই উত্তরবঙ্গের অন্যতম বড় বাজেটের পুজো বলে পরিচিত সেন্ট্রাল কলোনির দুর্গাপুজো। প্রতিবছর লক্ষাধিক মানুষের আগমন হয় এই পুজো দেখতে। এবারও দর্শক টানতে  কোনও কসুর রাখছেন না উদ্যোক্তারা। জোরকদমে চলছে প্রস্তুতি। মাতৃ বন্দনায় এবার তাদের থিম  "নবপত্রে সনাতনী"। এবার ৫৭ বছরে পদার্পণ করল নিউ জালপাইগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো।
প্রতিবছর পুজো ঘিরে নানা সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। এবারও সেই ব্যাবস্থা থাকছে। বস্ত্র বিতরণ, দুঃস্থ পড়ুয়াদের পাঠ্যপুস্তক প্রদান সহ নানা উদ্যোগ রাখা হয়েছে। 

PREV
click me!

Recommended Stories

ফরাক্কায় বিডিও অফিসে তৃণমূল বিধায়কের তাণ্ডব, ক্ষোভ উগড়ে বড় দাবি বিজেপির | Farakka BDO Office News
SIR-এ বেছে বেছে মুসলিমদেরই শুনানির জন্য নোটিশ কমিশনের? সংখ্যালঘু জেলাই টার্গেট বলে অভিযোগ