পুরুলিয়ায় সদর কার্যালয়ে তালা, অস্থায়ী পার্টি অফিস খুলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তৃণমূলের

অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধন করে বসলেন নবনিযুক্ত জেলা সভাপতি। দলীয় বৈঠকে শপথ নেওয়া হল জেলা শহরে তৈরি করা হবে স্থায়ী দলীয় কার্যালয়।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি (TMC Purulia district president ) বদল হতেই তালা দিয়ে দেওয়া হয়েছিল দলীয় কার্যালয়ে। অবশেষে অস্থায়ী দলীয় কার্যালয় (temporary party office) উদ্বোধন করে বসলেন নবনিযুক্ত জেলা সভাপতি। দলীয় বৈঠকে শপথ নেওয়া হল জেলা শহরে তৈরি করা হবে স্থায়ী দলীয় কার্যালয়। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসে জেলা সভাপতি বদলের সাথে দলীয় কার্যালয় বদল এক ইতিহাস তৈরি করেছে। যতবারই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বদল হয়েছে, বদল হয়েছে দলীয় কার্যালয়। 

রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন হওয়ার আগে সেই ২০০৯ সাল থেকে ২০২০ পর্যন্ত টানা প্রায় ১১বছর পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন শান্তিরাম মাহাতো। ২১এর বিধানসভা নির্বাচনের আগে শান্তিরাম মাহাতোকে পদ থেকে সরিয়ে জেলা সভাপতি করা হয় জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ তথা মন্ত্রী সন্ধ্যারানী টুডুর স্বামী গুরুপদ টুডুকে। শান্তিরাম মাহাতো যতদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদে ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের দলীয় কার্যালয় ছিল পুরুলিয়া বাস স্ট্যান্ডের সামনে। সীতারাম মাহাতো ভবন নামে ছিল এই দলীয় কার্যালয়। 

Latest Videos

বিধানসভা নির্বাচনের আগে গুরুপদ টুডু জেলা সভাপতি হতেই বন্ধ হয়ে যায় বি টি সরকার রোডের দলীয় কার্যালয় সীতারাম ভবন। সেই সময় দলীয় কার্যালয় করা হয় দুলমিতে। দিন কয়েক আগে আবার তৃণমূল কংগ্রেসের যুব নেতা তথা জেলা পরিষদের জন স্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়াকে জেলা সভাপতি করা হয়। সৌমেন বেলথরিয়ার নাম জেলা সভাপতি হিসেবে ঘোষিত হতেই দুলমির তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে তালা বন্ধ করে দেন জেলা সভাপতি গুরুপদ টুডু। দুদিন ধরে টানা বন্ধ থাকে দলীয় কার্যালয়। 

এই বিষয়ে গুরুপদ টুডু জানিয়েছিলেন এটা তার ব্যক্তিগত অফিস হিসেবে নেওয়া আছে তাই তিনি তালা বন্ধ করেছেন। তখন থেকেই সৌমেন বেলথরিয়া পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ের খোঁজ শুরু করেন। অবশেষে পুরুলিয়া শহর থেকে দূরে একটি অস্থায়ী বাড়িতে দলীয় কার্যালয়ের খোঁজ পাওয়া যায়। রাখি পূর্ণিমার দিন দলীয় কার্যালয়ের উদ্বোধন করে জেলা সভাপতি হিসেবে প্রথম নতুন অফিসে বসে সৌমেন বেলথরিয়া দলীয় কাজকর্ম শুরু করেন। সৌমেন বেলথরিয়া এ বিষয়ে জানান দলীয় বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে পাকাপাকিভাবে দলীয় কার্যালয় তৈরি করা হবে পুরুলিয়া শহরে। 

দলীয় কার্যালয় উদ্বোধনের আগে পুরুলিয়া শহরের একটি হোটেলে দলের ব্লক সভাপতি, বিধায়ক, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের সভাধিপতি, মন্ত্রী, এবং জেলা পরিষদের সদস্য সদস্যাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। সেখানে আগামী দিনের দলীয় কর্মসূচীর রূপরেখা তৈরি করা হয়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেস যাতে ভালো ফল করতে পারে এবং জেলায় হারানো জমি কিভাবে ফেরানো যায় সে বিষয়েও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন নবনিযুক্ত জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। 

এই জরুরি বৈঠকে অনুপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা। এ বিষয়ে সৌমেন বেলথরিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন যারা অনুপস্থিত ছিলেন তারা বিভিন্ন জরুরী কাজ থাকায় আসতে পারেননি, এটা অন্য কোন বিষয় নয়। যদিও দলের মধ্যে অন্যরকম গুঞ্জন শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা জানালেন জেলা সভাপতি পদে রাজ্য তৃণমূল নেতৃত্ব সৌমেন বেলথরিয়াকে নির্বাচিত করার পর থেকেই বেশ কয়েকজন সৌমেন বেলথরিয়াকে জেলা সভাপতি পদে মেনে নিতে পারছেন না। বেশ কয়েকজনের অনুপস্থিতি সেটাই প্রমান করেছে।

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু