ভোট দিয়েই বসিরহাটের পথে নুসরত, সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করলেন তিনি

Published : May 19, 2019, 11:46 AM ISTUpdated : May 19, 2019, 01:26 PM IST
ভোট দিয়েই বসিরহাটের পথে নুসরত, সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করলেন তিনি

সংক্ষিপ্ত

ভোট দিলেন নুসরত তারপরই বেড়িয়ে পড়া বসিরহাটের উদ্দেশ্যে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

অভিনেত্রী, তবে রাজনীতির ময়দানে এখন তার নতুন পরিচয়। তিনি বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান। বেশ কয়েকদিন যাবত তিনি বসিরহাটেই প্রচারে ব্যস্ত ছিলেন। তবে, কলকাতার বাসিন্দা হওয়ার সূত্রে তাঁর ভোট ছিল এক দম শেষ দফায়। আর নির্বাচনী ময়দানে প্রার্থী হিসাবে লড়াই করার সঙ্গে সঙ্গে হাজিরও হয়ে যান ভোট দিতে। 

সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বেড়নোর আগে সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি, তাঁকে বলতে দেয়া য়ায় যে , ভোটাধিকার প্রয়োগ করা সাধারণ মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই সকলের ভোট দেওয়া উচিত। 

ইডেন ইমপেরিয়াম থেকে বেড়িয়ে নুসরত হাজির হয়ে যান বালিজঞ্জের মর্ডান হাইস্কুলে। সকাল সাড়ে আটটা নাগাদ তিনি ভোটাধিকার প্রয়োগ করে বুথ থেকে বেরিয়ে আসেন। এরপরই তিনি রওনা দেন বসিরহাট কেন্দ্রের উদ্দেশে। কারণ তিনি সেখানকার প্রার্থী। গাড়িতে ওঠেই নিজের  ভোটের কালি মাখানো আঙুল-এর ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেন নুসরত। জানা গিয়েছে, বসিরহাটে এদিন দিনভর বিভিন্ন বুথ পরিদর্শন করবেন। রাতের দিকে তাঁর কলকাতায় ফিরে আসার কথা।  

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন