Tiger in Buxa: ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগার, ২৩ বছর পরে বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়ল জলজ্যান্ত বাঘের ছবি

শুক্রবার রাত ১২টা নাগাদ বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় বাঘটির ছবি ধরা পড়েছে। বক্সাতে বাঘ আছে কিনা তা নিয়ে এত দিন ধরে নানা বিতর্ক দানা বেঁধেছিল। এ নিয়ে প্রশ্ন তুলেছিল পরিবেশপ্রেমী সংগঠনগুলিও।

সুন্দরবনের পর এবার ডুয়ার্সেও(Dooars) দেখা মিলতে শুরু করেছে ভাগের। প্রায় তিন দশক পরে বক্সায় দেখা মিলল বাঘের(Royal Bengal Tiger)। বন দপ্তরের পাতা ট্র‍্যাক ক্যামেরায়(Forest Department Track Camera) গতকাল রাতেই দেখা মিলল বাঘ বাবাজির। পাঁচ বছর অন্তর অন্তর বাঘ গণনায় প্রত্যেকবারই বাঘের অস্তিত্বের জানান থাকলেও বাঘ চাক্ষুষ করতে পারেননি অনেক বনকর্মী থেকে বন কর্তারা। ইতিমধ্যেই বক্সার বাঘের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিল NTCA। তারপরেই বাঘের অস্তিত্ব নিয়ে নিশ্চিত হতে প্রায় শতাধিক ট্র্যাক ক্যামেরা বক্সার জঙ্গলে(Buxa Jungle) পেতে রেখেছিলেন বন দপ্তরের কর্মীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকাল রাতেই ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়ে জলজ্যান্ত বাঘের ছবি।

সূত্রের খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরায় বাঘটির ছবি ধরা পড়েছে। বক্সাতে বাঘ আছে কিনা তা নিয়ে এত দিন ধরে নানা বিতর্ক দানা বেঁধেছিল। এ নিয়ে প্রশ্ন তুলেছিল পরিবেশপ্রেমী সংগঠনগুলিও। শেষ পর্যন্ত ওই অভয়ারণ্যে বাঘের দেখা মিলেছে। সূত্রের খবর, ১৯৯৮ সালে শেষবার বক্সায় বাঘ দেখা গিয়েছিল। তবে তা বন দপ্তরেরর পাতা ট্র্যাপ ক্যামেরায় নয়। এর আগে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বা পর্যটকরা বক্সায় বাঘ দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। ২৩ বছর পর এই প্রথম বন দপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় বাঘ দেখতে পাওয়া গিয়েছে।

Latest Videos

আরও পড়ুন-জালে উঠল ৫০ কেজির বিশালাকার মাছ, খুশির হাওয়া শান্তিপুরের জেলে পাড়ায়

এদিকে দিন কয়েক আগে নদীর ধারে তাঁরা বাঘের পায়ের ছাপ দেখতে পান বলেও জানিয়েছিলেন। তখনই তাঁরা নিশ্চিত হন বক্সা অভয়ারণ্যে বাঘের উপস্থিতি সম্পর্কে। তবে বাঘের পায়ের ছাপ কোন নদীর তীরে দেখা গিয়েছে তা নিরাপত্তার স্বার্থেই তাঁরা খোলসা করতে রাজি নন। শুক্রবার বক্সায় ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি দেখতে পাওয়ায় উচ্ছ্বসিত বন দপ্তদের আধিকারিক থেকে শুরু করে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘১৯৯৮ সালের পর ফের ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। এটা খুবই আনন্দের খবর। কলকাতা থেকে চার জন আধিকারিক যাচ্ছেন। খুব শীঘ্রই বাঘশুমারি শুরু করা হবে বক্সা ব্যাঘ্র প্রকল্পতে।’’ অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য বনপাল দেবল রায়ের মতে, ‘‘এর আগে আমরা ওই অভয়ারণ্যে হরিণ ছেড়েছিলাম। রাজ্যের বাইরে থেকে বাঘ আনার পরিকল্পনাও ছিল। ওখানে বাঘের অস্তিত্ব আছে জানতাম। তবে এ বার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ায় আমরা খুশি।’’ বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা বেডে ২ মিনিটে বাঘের ছবি ধরা পড়ে ওই ক্যামেরায়। আর তাতেই স্বভাবত উচ্ছ্বসিত বনকর্মীকরা। বাঘটি পূর্ণবয়স্ক এবং পুরুষ বাঘ বলেই ধারনা তাদের।  

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ
'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh