তাপসী চক্রবর্তী, বালুরঘাট: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক পুলিশকর্মীর, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুরে কর্মরত ছিলেন এএসআই পপি চৌধুরী , গত ১৩ জুলাই বুনিয়াদপুরে তার করোনা টেস্ট করা হয় এবং ১৬ তারিখে তার রিপোর্টে পজিটিভ আসে। এরপর গঙ্গারামপুর সেফ হোম এবং সেখান থেকে বালুরঘাট হাসপাতাল-এর পরে তাকে শিলিগুড়ি ডাক্তার চেং-এর হাসপাতালে ভর্তি করানো হয়। আজ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাজর্ষি' দত্ত জানান গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। শিলিগুড়িতে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫১। তার এক ছেলে রয়েছে।
রাজ্য়ে করোনায় মৃত্যুর পরিসংখ্য়ান বলছে,গতকালই পুরোনো রেকর্ড ভাঙছে করোনা। রাজ্য়ে একদিনে করোনা নিয়ে মৃতের সংখ্য়া দাঁড়াল ৪৮ জন। যা ২৪ ঘণ্টার মৃতের সংখ্য়ার নিরিখে রাজ্য় সর্বোচ্চ। শনিবার স্বাস্থ্য় ভবনের বুলেটিন বলছে, রাজ্য়ে সংক্রমণে আক্রান্ত হয়েছে আড়াই হাজারেরও বেশি। একদিনে রাজ্য়ে টেস্ট হয়েছে ২০ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ২৫৮৯ জন৷
সংখ্য়া বলছে, এই প্রথম বার রাজ্য়ে একদিনে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়াল৷ যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬২৯ জন৷ সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২,৭৭৭ জন৷ গতকাল যা ছিল ৭০,১৮৮ জন৷ পরিসংখ্য়ান অনুযায়ী পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ সংক্রামিতের সংখ্যা ২০, ৬৩১৷