রামনবমীর দিন করোনা নাশ করতে যজ্ঞ করে 'পশ্চিমবাংলার মা'য়ের জন্য় প্রার্থনা করলেন তৃণমূল বিধায়ক

  • রামনবমীর দিন এবার বিজেপি নেতাদের যাগজজ্ঞ করতে দেখা যায়নি
  • কিন্তু শান্তিপুরের তৃণমূল বিধায়ক যজ্ঞ করে ঈশ্বরের কাছে করোনা প্রতিরোধের কথা বললেন
  • সেই সঙ্গে তিনি প্রার্থনা করলেন 'পশ্চিমবাংলার মা' মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্য়
  • তৃণমূল বিধায়কের এই আচরণে মুখ খুলতে চায়নি জেলা তৃণমূল নেতৃত্ব

লকডাউনের বাজারে এবার রামনবমীর দিন বিজেপি বিধায়করা যেখানে আর হোমযজ্ঞের ধারপাশে ঘেঁষছেন না, সেখানে একা কুম্ভ হয়ে এগিয়ে এলেন এক তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জলেশ্বর শিবমন্দিরে রীতিমতো যজ্ঞ করলেনতারপর বললেন, "  এই পরিস্থিতিতে শান্তিপুরবাসী আর পশ্চিমবাংলার মা   মমতা বন্দ্য়োপাধ্য়ায় যাতে ভালো থাকেন এবার সেই প্রার্থনা করলাম"

এদিকে এই খবর জানাজানি হতেই শান্তিপুরে শুরু হয়ে যায় তুমুল শোরগোল জেলা তৃণমূল নেতৃত্ব এই নিয়ে একেবারেই মুখ খুলতে চাননি কংগ্রেসের তরফেও কেউ কিছু বলতে চাননি গত বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে শান্তিপুর বিধানসভায় দাঁড়িয়ে জিতেছিলেন অরিন্দমবাবু কিন্তু বছর ঘুরতে-না-ঘুরতেই তৃণমূলে যোগ দেন তিনিযদিও খাতায় কলমে এখনও কংগ্রেসেই নাকি রয়ে গিয়েছেন তিনিএদিকে এখন তৃণমূলে কোণঠাসা হয়ে তিনি নাকি গেরুয়া শিবিরে ঘেঁষছেন বলে কানুঘুঁষো শোনা যাচ্ছেআবার এ-ও শোনা যাচ্ছে, এমন দলবদলু নেতাকে দলে ভেড়াতে রাজি নন জেলার বিজেপি নেতৃত্বও

Latest Videos

বৃহস্পতিবার রামনবমীর দিন জলেশ্বর শিবমন্দিরে যজ্ঞ সেরে বেরিয়ে অরিন্দমবাবু সাংবাদিকদের বলেন, "প্রত্য়েকবছরেই এই দিন আমি ঈশ্বরের কাছে নিজের ও নিজের পরিবারে জন্য় প্রার্থনা করিকিন্তু এইবারের প্রার্থনাটা সমগ্র শান্তিপুরবাসী ও পশ্চিমবাংলার মা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জন্য়"

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, করোনার ভয়ে যেখানে তাঁর দলনেত্রী বিজ্ঞানের ওপর ভরসা করছেন, তখন তিনি রামনবমীর দিন হোমযজ্ঞ করতে গেলেন কেন? যদিও নাম না-করে কেউ কেউ বলছেন, মনেপ্রাণে গেরুয়াপন্থী এই নেতা প্রতিবারই রামনবমীর দিন যাগযজ্ঞ করেনএবারেও করেছেন, ঠিক আছেকিন্তু যজ্ঞ করে ওঠার পর ওইসব করোনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কথা না-ই বলতে পারতেনকারণ,  রাজ্য়ের ২৯৪ জন বিধায়কের ভেতরে একজনকেও এখনও পর্যন্ত করোনার জন্য় যাগযজ্ঞ করতে দেখা যায়নি কিন্তুএমনকি গেরুয়াপন্থীদেরও নয় উনি তো নিজের নাক কাটলেনই , সেইসঙ্গে দলের নাকও কাটলেন

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury