'একজন মুখ্যমন্ত্রী কীভাবে এরকম বলতে পারেন'- মমতার মন্তব্যে তীব্র ক্ষোভ হাঁসখালির নির্যাতিতার বাবার

Published : Apr 12, 2022, 07:12 PM IST
'একজন মুখ্যমন্ত্রী কীভাবে এরকম বলতে পারেন'- মমতার মন্তব্যে তীব্র ক্ষোভ হাঁসখালির নির্যাতিতার বাবার

সংক্ষিপ্ত

নির্যাতিতার বাবার দাবি অভিযুক্তদের ফাঁসি হোক। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে নদিয়ার হাঁসখালি।

হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তীব্র ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার বাবা। তাঁর পরিষ্কার বক্তব্য, একজন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে অমানবিক হতে পারেন তিনি। নির্যাতিতার বাবার দাবি অভিযুক্তদের ফাঁসি হোক। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে নদিয়ার হাঁসখালি। তারওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে যেন আগুনে ঘি পড়েছে। 

মালদহ, মাটিয়ার পর নদিয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। একদিকে ঝালদা-বগটুই-এ রাজনৈতিক খুন, এর সঙ্গে একের পর এক ধর্ষণকাণ্ডে কার্যন্ত রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন রাজ্যপাল -সহ বিরোধীরা। যদিও হাঁসখালি ধর্ষণকাণ্ডে ভিন্নমত পেষণ করেছেন মুখ্যমন্ত্রী।

সোমবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে গিয়ে হাঁসখালির ধর্ষণকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন , হাঁসখালিতে ধর্ষণ বলবেন না কি প্রেম না অন্তঃসত্ত্বা নাকি লাভ অ্যাফেয়ার্স বলবেন। আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী। ঘটনাটা অত্যন্ত খারাপ। গ্রেফতার হয়েছে। কিন্তু, শুনেছি ছেলেটির সঙ্গে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল।' এরপরই 'মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখে। অভিযোগ জানানো হয়েছে ১০ তারিখে। যদি কারও কোনও অভিযোগ থাকে তবে ৫ তারিখে অভিযোগ দায়ের করলেন না কেন', প্রশ্ন তোলেন মমতা। তিনি আরও বলেন, 'কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কী ভাবে এর তদন্ত করবে পুলিশ'।

পরিবারের লোকজন তৃণমূলের সদস্য হিসেবে অভিযোগ ওঠার ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন,'কারও বাবা-দাদা যদি তৃণমূল করে আর সেই ছেলে যদি প্রেম করে তাহলে কার কী করার আছে। বাংলার রাজ্যটায় সবাই তৃণমূল। কী করবেন বলুন। তৃণমূলকে টানার কী দরকার। তৃণমূল শুনলেই চোখে সর্ষে ফুল দেখছে।'

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর