অবশেষে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতার অপেক্ষা এখনই মিটছে না

Published : May 26, 2019, 03:41 PM IST
অবশেষে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতার অপেক্ষা এখনই মিটছে না

সংক্ষিপ্ত

কলকাতার আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে

অবশেষে স্বস্তির খবর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য। যদিও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার জন্যই ভাল খবর শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে পূর্ব বিহার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার জেরেই বীরভূম, নদিয়া, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে রবিবার বৃষ্টি হতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেও আপাতত বৃষ্টি না হলেও কলকাতা এবং লাগোয়া জেলাগুলির আকাশ মেঘলাই থাকবে বলে জানিয়ে আলিপুর আবহাওয়া দফতর। যার ফলে চড়া রোদের হাত থেকে রেহাই পেলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছেই। 

দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গে কিন্তু টানা বৃষটি চলছে। আগামী চব্বিশ ঘণ্টাতেও উত্তরবঙ্গের পাঁচটি জেলায় টানা বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর অবশ্য আগেই জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতেও কয়েকদিন দেরি হবে। কেরলে যেহেতু নির্দিষ্ট সময়ের পরে বর্ষা ঢোকার সম্ভাবানা, তাই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরি হবে বলে জানিয়েচেন আবহবিদরা। 
 

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
ছাড়বার পাত্র শুভেন্দু নন! মেসি কাণ্ডে বিরাট পদক্ষেপ নিলেন, নিজেই বললেন