অমানবিক দৃশ্য বনগাঁ হাসপাতালে, ট্রান্সফার করা রোগী অ্যাম্বুলেন্সে ওঠার আগেই পড়ে মৃত্যু ঘটল। করোনা সন্দেহে সাহায্য করতে এগিয়ে এলো না কেউ। হসপিটালের সামনে ৩০ মিনিট পড়ে থাকল মৃতদেহ ।
শনিবার বিকেল পাঁচটায় বনগাঁ এলাকার ব্যবসায়ী মাধব নারায়ণ দত্তকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে করোনা সন্দেহে ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে কলকাতা রেফার করা হয়। রোগীকে অ্যাম্বুল্যান্সে তোলার জন্য শ্রী আলপনা দত্ত হাসপাতাল থেকে বের করলে মাধববাবু মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু মাধববাবুকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ ওঠে। হাসপাতালের সামনে পড়ে থাকে দেহ। পরবর্তীতে ডাক্তাররা এসে মাদকবাবুকে মৃত বলে ঘোষণা করে।
মৃতের স্ত্রী আলপনা দত্ত জানান স্বামীকে অ্যাম্বুলেন্সের তোলার জন্য কেউ সাহায্য না করার কারণেই তিনি একাই অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করছিলেন। তখন পড়ে যান মাধব বাবু এবং মৃত্যু হয় তার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনগাঁ হাসপাতাল চত্বরে।