মানবিক নজির তৃণমূল নেতার, মূক- বধির ছাত্রকে বাড়িতে দিলেন আশ্রয়

  • হুগলির আরামবাগের ঘটনা
  • স্টেশন থেকে উদ্ধার মূক বধির কিশোর
  • কিশোরকে উদ্ধার করে বাড়িতে ফেরানোর চেষ্টা
     
  •  


উদ্দেশ্যহীনভাবে আরামবাগ স্টেশনে ঘোরাফেরা করছিল একটি ছেলে। দেখে সন্দেহ হওয়ায় কথা বলতে যান এক তৃণমূল কর্মী। তখনই বোঝা যায়, ছেলেটি মূক  ও বধির। আপাতত আরামবাগ পুরসভার পুরপ্রধানের উদ্যোগে সেই কিশোরকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। 

ঘটনাটি ঘটে বুধবার রাতে। দশ থেকে বারো বছরের মূক ও বধির ওই ছেলেটিকে সাহায্যের জন্য এগিয়ে যান শেখ বেলাল নামে স্থানীয় এক তৃণমূল কর্মী। কিশোরের শারীরিক অবস্থা বুঝতে পেরেই পুলিশকে বিষয়টি জানান ওই তৃণমূল কর্মী। পরে খবর পেয়ে হস্তক্ষেপ করেন পুরপ্রধান স্বপন নন্দী। ওই কিশোরকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। পোশাক কিনে দিয়ে খাওয়াদাওয়ার ব্যবস্থা করেন । প্রথমে তাঁর দলীয় কার্যালয়ে তাঁকে রাখা হলেও পরে আরামবাগ পুরসভার নবনির্মিত 'ভবঘুরে ভবন'- এ রাখা হয়। 

Latest Videos

স্বপনবাবু জানিয়েছেন, ওই কিশোর কোনওক্রমে লিখে জানিয়েছে তার নাম সুমিত। কিন্তু স্পষ্ট করে বাড়ির ঠিকানা লিখতে পারেনি সে। শুধু একটি পিনকোড লিখতে পেরেছে সে। যা থেকে অনুমান করা হচ্ছে ওই কিশোর কলকাতার কালীঘাট এলাকার বাসিন্দা। 

ওই কিশোরের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ খোঁজ চালানোর পাশাপাশি দলীয় সূত্রেও কোনওভাবে কিশোরের প্রিয়জনকে খুঁজে বের করা যায় কি না, সেই চেষ্টাও করছেন স্বপনবাবু। পুরপ্রধানের এই মানবিকের উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসীও। 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল