'কিছুই করতে পারবি না তোর কাপড় খুলে দেবে', সৌগতর 'জুতো পেটা' মন্তব্যর পাল্টা দিলীপের বক্তব্য

Published : Sep 03, 2022, 12:05 AM IST
'কিছুই করতে পারবি না তোর কাপড় খুলে দেবে', সৌগতর 'জুতো পেটা' মন্তব্যর পাল্টা দিলীপের বক্তব্য

সংক্ষিপ্ত

আবারও বিস্ফোরণ বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক প্রতিপক্ষ সৌগত রায়ের নাম করে তাঁকে নিশানা  করেন। আর সেই সময়ই তিনি অশালীন মন্তব্য করেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জনসভা থেকে দিলীপ ঘোষ বলেন, 'একটা মোটা কালো ধুমসো এমপি আছে, খালি বলে জুতো মারব।'

আবারও বিস্ফোরণ বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক প্রতিপক্ষ সৌগত রায়ের নাম করে তাঁকে নিশানা  করেন। আর সেই সময়ই তিনি অশালীন মন্তব্য করেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জনসভা থেকে দিলীপ ঘোষ বলেন, 'একটা মোটা কালো ধুমসো এমপি আছে, খালি বলে জুতো মারব।' এখানেই শেষ করেননি তিনি। রাজনৈতিক সৌজন্য দূরে রেখে দিলীপ ঘোষ 'তুই তুকারির' পর্যায় নেমে আসেন। বলেন, 'কিছুই করতে পারবি না। তোর কাপড় খুলে দেবে কালকে লোক। আমি বলছি কলার ধরে নিয়ে এসে গাছের তলায় জুতো পেটা করতে পারি।'

তবে সম্প্রতি 'জুতো পেটা'মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের দমদমের সাংসদ সৌগত রায়। তিনি তৃণমূল কংগ্রেসের সমালোচকদের আক্রমণ করতে গিয়ে জুতো পেটা করার নিদান দিয়েছিলেন। এদিন তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি দাঁতনের জনসভা থেকে স্পষ্ট করে বলেন, 'চিরদিন কারও সমান যায় না। সাবধানে কথা বলো, আমরা কি মায়ের দুধ খাইনি? জল খেয়ে বড় হয়েছি নাকি? আমরা তুলে নিয়ে এলে অশ্বত্থ গাছের তলায় জমাকাপড় খুলতে পারি। জুতো পেটা করতে পারি। তৃণমূলের কোনও বাপের বেটার ক্ষমতা নেই আটকে রাখার।'

এখানেই শেষ করেননি দিলীপ ঘোষ। তিনি বলেন অভিযোগ করেন এই রাজ্যে বিজেপির নেতা কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে। এই রাজ্যে টাকা লুঠপাট হচ্ছে বলেও অভিযোগ করে তিনি বলেন, 'আমরা ঝেড়ে খাইনা, লুঠ করিনা। সব লেখা আছে। হাওয়া ঘুরছে।'

এদিন সৌগত রায়কে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন 'দিলীপ ঘোষ অশিক্ষিত লোক। ক্লাস এইট অবধি পড়েছে। আগামী নির্বাচনে হেরে যাবে। কারণ এর কেন্দ্রে জুন মালিয়া জিতে গেছে।' পাশাপাশি তিনি আরও বলেন দিলীপ ঘোষের মন্তব্য অশালীন। তার উত্তর তিনি দেবেন না। তবে সৌগত রায় বলেছেন দিলীপ ঘোষ সভাপতি হিসেবে অযোগ্য , তাই বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Beldanga Chaos: বেলডাঙায় মহিলা সাংবাদিকের উপর হামলা! ঝাঁঝিয়ে উঠলেন লকেট চট্টোপাধ্যায়
Beldanga Chaos: বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলায় বড় পদক্ষেপ প্রেস ক্লাবের! দেখুন