তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর, গ্রেফতার সদ্য বিজেপিতে যোগ দেওয়া বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর

  • গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর
  • এক তৃণমুল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি কর্মী অসীম অধিকারী
  • শুক্রবার সন্ধ্যে নাগাদ গ্রেফতার করা হয় অসীম অধিকারীকে
  • অসীমবাবুকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ

গ্রেফতার করা হল সদ্য বিজেপিতে যোগ দেওয়া বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলরকে। এক তৃণমুল কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হল বহিষ্কৃত তৃণমুল কাউন্সিলর তথা সদ্য যোগ দেওয়া বিজেপি কর্মী অসীম অধিকারী। রায়গঞ্জে গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হওয়ার সময় অসীমবাবুকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।

তৃণমুল কংগ্রেসের কর্মী অভিজিৎ সরকারের অভিযোগের ভিত্তিতে এদিন সন্ধ্যায় অসীম অধিকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। 

Latest Videos

উল্লেখ্য, রায়গঞ্জ থানার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমুল কংগ্রেস কর্মী অভিজিৎ সরকারকে রিভলবারের বাঁট দিয়ে আঘাত করে বেধরক মারধর করে প্রানে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলর অসীম অধিকারীর বিরুদ্ধে। 

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকালে কলেজপাড়া বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ সরকার। অভিযোগ সদ্য বিজেপিতে যোগদানকারী রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারীর নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। আচমকা তৃণমূল কর্মী অভিজিতের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। 

বিজেপি নেতা অসীম অধিকারী নিজে রিভলবারের বাঁট দিয়ে অভিজিতের মুখে চোখে আঘাত করে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তাঁকে গুলি করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করতেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর ওই অভিযুক্ত বিজেপি নেতা অসীম অধিকারী সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা  পালিয়ে যায়। এই ঘটনার পরে আহত তৃণমুল কংগ্রেস কর্মী অভিজিৎ সরকার রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত অসীম অধিকারীর বিরুদ্ধে। 

শুক্রবার সন্ধ্যায় অসীম অধিকারী রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হওয়ার সময় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আই সি দীপঙ্কর বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে অসীম অধিকারীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়।

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র