শিলিগুড়িতে সিসি ক্যামেরায় কালি লেপে অভিনব কায়দায় এটিএম লুঠের চেষ্টা

Published : Sep 24, 2019, 02:07 PM IST
শিলিগুড়িতে সিসি ক্যামেরায় কালি লেপে অভিনব কায়দায় এটিএম লুঠের চেষ্টা

সংক্ষিপ্ত

শিলিগুড়িতে এটিএম লুঠের চেষ্টা সিসি ক্যামেরায় কালি ভল্ট ভাঙার চেষ্টা রবীন্দ্রনগর এলাকার ঘটনা  

শিলিগুড়ি শহরে অভিনব কায়দায় এটিএম লুঠের চেষ্টা। ঘটনাটি রবীন্দ্রনগর এলাকার। মঙ্গলবার সকালে এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান, মেশিনটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। কাউন্টারের ভিতরে থাকা সিসি ক্যামেরায় লাগানো ছিল কালি। বিষয়টি দ্রুত জানান হয় ব্যক্ত কতৃপক্ষকে। ঘটনাস্ছলে পৌঁছয় পুলিশ।

তদন্তের স্বার্থে এটিএম কাউন্টারের দরজা বন্ধ করে দেওয়া হয়। কালি লাগানোর আগে সিসি ক্যামেরায়  দুষ্কৃতীদের ছবি  ধরা পড়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীরা ভল্ট ভাঙারও চেষ্টা করেছিল। যদিও সেকাজে সক্ষম হয়নি।

এদিকে শিলিগুড়ি শহরে ক্রমেই বেড়ে চলেছে চুর, ডাকাতির মত ঘটনা। পুলিশ, প্রশাসনের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নাগরিকরা। যদিও ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

PREV
click me!

Recommended Stories

শীতকাল ২০২৫: সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নীলাভ আকাশ, এই পিকনিক স্পটে যাবেন?
মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি