মাথা ঠুকে শুঁড় দিয়ে পেঁচিয়ে মারণ লড়াই, সঙ্গিনী দখল করতে মরিয়া দুই দাঁতাল

  • কে দখল নেবে প্রিয় সঙ্গিনীর
  • লড়াইয়ে নামল দুই দাঁতাল
  • জঙ্গল থেকে আচমকাই বেরিয়ে আসে দুই হাতি
  • তারপরেই শুরু হয় লড়াই

Parna Sengupta | Published : Jun 9, 2021 3:13 AM IST

কে দখল নেবে প্রিয় সঙ্গিনীর। সেই লড়াইয়ে নামল দুই দাঁতাল। জঙ্গল থেকে আচমকাই বেরিয়ে আসে দুই হাতি। প্রথমে একে অপরকে দেখে রেগে ওঠে। তারপরেই শুরু হয় লড়াই। মাথা দিয়ে ঢুঁসো মেরে শুঁড় দিয়ে পেঁচিয়ে শুরু হয় যুদ্ধ। 

মঙ্গলবার বিকেলে উত্তরবঙ্গের মাল বস্তিতে দুই দাঁতালের লড়াইয়ে চাঞ্চল্য ছড়াল। দুই হাতির লড়াই দেখতে রীতিমতো ভিড় জমে যায় এলাকায়। তবে শুধু লড়াইতেই থেমে থাকেনি সেই দৃশ্য। হাতির লড়াই দেখতে ভিড় করা মানুষ রীতমত টিপ্পনি কেটে সেই দৃশ্য উপভোগ করল। 

লড়াই করতে নেমে মাস্ক কেন হাতি দুটি পরেনি, ভেসে এল মন্তব্য। ভিড় করে থাকা জনতার মধ্যে থেকে শোনা যায়, এবার বুনো হাতির লড়াইয়েও খেলা হবে। সঙ্গে সঙ্গে ওঠে হাসির রোল। 

এভাবেই বেশ কিছুক্ষণ লড়াই চলার পর নেওড়া রেঞ্জের বনকর্মীরা এসে দাতাল দুটিকে বোম পটকা ফাটিয়ে ফের জঙ্গলে ঢুকিয়ে দেয়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, সঙ্গিনী দখলের লড়াইয়ে এমনটাই হয় । জঙ্গলেও সব বন্যপ্রানীরা এভাবেই সঙ্গিনীকে কাছে পেতে একে অপরের সঙ্গে লড়াই করে। এদিনও একই ঘটনা ঘটেছে।

Share this article
click me!