চাঞ্চল্যকর ঘটনা ঘটল বসিরহাটের সন্দেশখালিতে। টালির ঘরের ভিতর থেকে দেয়র-বৌদির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। স্থানীয়দের দাবি, তাঁদের বিবাহ বর্হভূত সম্পর্কের কথা জেনে ফেলায় আত্মঘাতী হয়েছে তারা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সন্দেশখালি থানার ঝুপখালি গ্রামে। এদিন সকালে তাঁদের বাড়ির পাশে টালির ঘরের ভিতর ঝোড়া ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁদের দাবি, বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা পরিবারের লোকেরা জেনে ফেলায় এই কাণ্ড ঘটিয়েছে তারা।
পুলিশ সূত্রে খবর, মৃত দুজন বছর পঁচিশের দেয়র বাপন সর্দার এবং বছর উনিশের বৌদি মনিকা সর্দার। কয়েক দিন আগে তাঁদের বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা জানতে পারে পরিবারের লোকেরা। মোবাইল থেকে বিষয়টি জানাজানি হতেই অশান্তি শুরু হয় পরিবারের মধ্যে। এই অবস্থায় তারা আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।