মানবিকতার নজির, মরণোত্তর অঙ্গদান করে দৃষ্টান্ত সবজি বিক্রেতার

Published : Jul 04, 2021, 09:09 PM IST
মানবিকতার নজির, মরণোত্তর অঙ্গদান করে দৃষ্টান্ত সবজি বিক্রেতার

সংক্ষিপ্ত

মানবিকতার নজির প্রয়াত তৃণমূল কর্মীর পেশায় সবজি বিক্রেতা মহিলা তৃণমূল কর্মীর মৃত্যু অঙ্গদানের ইচ্ছাপ্রকাশে মান্যতা দান করা হল হার্ট, কিডনি ও চোখ

এক মানবিক দৃষ্টান্তের ইতিহাস তৈরি হল খানাকুলে। দুর্ঘটনায় মৃত এক মহিলা তৃণমূল কর্মী মরণোত্তর অঙ্গ দান করলেন। ওই মহিলা পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তাঁর হার্ট, কিডনি এবং চোখের মাধ্যমে উপকৃত হচ্ছেন বেশ কয়েকজন মানুষ। ওই মহিলা তৃণমূল কর্মীর নাম মনসারানী সিং। বাড়ি খানাকুলের কৃষ্ণনগরে। 

পেশায় ছিলেন সবজি বিক্রেতা মহিলার স্বামী নবকুমার সিং এক দরিদ্র চাষী। জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে তিনি বাইকে চড়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। তাঁকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তাঁর ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন। তাই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর বিভিন্ন অঙ্গ সংরক্ষিত করে। 

এ বিষয়ে খানাকুলের যুবনেতা অর্ণব সরকার জানান, ২০০৮ সাল থেকে তিনি দলের একনিষ্ঠ কর্মী। সেই সময় পঞ্চায়েত নির্বাচনেও লড়াই করেছিলেন। শেষ দিন পর্যন্ত তিনি তৃণমূলের হয়ে কাজ করে গেছেন। তাঁর এই মানবিক কাজে দল গর্বিত।

PREV
click me!

Recommended Stories

মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি
SIR-এর মধ্যেই কী করে নাম তুলবেন নতুন ভোটার ও বাদ পড়া ভোটাররা? রইল নতুন আপডেট