উত্তেজনা নয়, নির্বিঘ্নে পুরভোট সম্পন্ন করতে শান্তি বজায় রাখার বার্তা ৫ দলের প্রার্থীর

রাজ্যের অন্যান্য জেলায় পৌর নির্বাচনে ঝামেলা হলেও রাজ্যের প্রান্তিক জেলার রঘুনাথপুর পৌরসভায় উঠে এল অন্য রকম ছবি। রঘুনাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শান্তি বজায় রেখে ভোট দেওয়ার আহ্বান জানালেন এই ওয়ার্ডের ৫ প্রার্থী। এই ওয়ার্ডের পাঁচ প্রার্থীকেই সকাল থেকে এক সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে দেখা গিয়েছে। 

সকাল থেকে রাজ্যে পুরভোট (WB Municipal Election 2022) শুরু হওয়ার পরই বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ঘটনার (Unrest Incident) সামনে এসেছে। উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas) একাধিক জায়গা থেকেই অশান্তির ঘটনা সামনে আসতে শুরু করে। কোথাও বিজেপির এজেন্টকে (BJP Agent) মারধর করে বের করে দেওয়া হয়েছে বুথ (Booth) থেকে তো আবার কোথাও বিজেপির প্রার্থীকে (BJP Candidate) ঘিরে ধরে বিক্ষোভ, মারধর ও বুথে ভাঙচুরের অভিযোগ উঠেছে। কোথাও আবার বোমাবাজির অভিযোগও তোলা হয়েছে। একাধিক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে বিভিন্ন এলাকা। আর এই পুরভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন অশান্তির ছবি ধরা পড়েছে তখন অন্য ছবি ধরা পড়ল পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর পৌরসভায় (Raghunathpur Municipality)। 

রাজ্যের অন্যান্য জেলায় পৌর নির্বাচনে ঝামেলা হলেও রাজ্যের প্রান্তিক জেলার রঘুনাথপুর পৌরসভায় উঠে এল অন্য রকম ছবি। রঘুনাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শান্তি বজায় রেখে ভোট দেওয়ার আহ্বান জানালেন এই ওয়ার্ডের ৫ প্রার্থী। এই ওয়ার্ডের পাঁচ প্রার্থীকেই সকাল থেকে এক সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে দেখা গিয়েছে। সব ভোট কেন্দ্রেই একসঙ্গে যান তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই-এর পাঁচ প্রার্থী। সেখানে সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানান তাঁরা। ভোটকেন্দ্রে ছিলেন রঘুনাথপুর থানার আইসি। পুরযুদ্ধে রঘুনাথপুর পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই টানটান উত্তেজনা থাকলেও এখনও পর্যন্ত সেখানে কোনও রকম ঝামেলার সৃষ্টি হয়নি। একযোগে সব প্রার্থীর বার্তা, ভোট হোক নির্বিঘ্নে। জয়লাভ যেই করুক, কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়ার রাখতে হবে। 

Latest Videos

আরও পড়ুন- 'সবাই দু-তিনবার করে ভোট দিচ্ছে', বনগাঁয় বুথের বাইরে কেঁদে ভাসালেন বিজেপি প্রার্থী

আরও পড়ুন- 'পুলিশের সামনেই বহিরাগতরা ভোটকেন্দ্রের গেট আটকে রেখেছে', অভিযোগ বাম-বিজেপির, তুলকালাম মালদহ

এদিকে পুরুলিয়া জেলার আরও এক পুরসভা ঝালদার (Jhalda Municipality) ৬ নম্বর ওয়ার্ডের ২৪০/ ৪৯ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে পুলিশের সামনেই তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে ধস্তাধস্তি হয়। হিন্দি হাইস্কুলে ঘটনাটি ঘটেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরেশ আগরওয়াল বলেন, "বিজেপি প্রার্থী বিজয় ভগত নিজের পরাজয় বুঝে বুথের দরজার সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে। তার প্রতিবাদ করায় ঝামেলা।" যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরেশ আগরওয়াল ভোটারদের প্রভাবিত করছে। তার প্রতিবাদ করাতেই আমার উপর চড়াও হয়। আমি চাই শান্তিতে ভোট হোক।" এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। 

আরও পড়ুন- সকাল থেকেই উত্তেজনা, বারাসতের ১০ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari