মঙ্গলবার সকালে কুযাশ থাকবে, তবে বেলা বাড়তেই শহরের আকাশ সম্পূর্ণ পরিষ্কার হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়ার্স।
মঙ্গলবার সকালে কুযাশ থাকবে। তবে বেলা বাড়তেই শহরের আকাশ সম্পূর্ণ পরিষ্কার হবে। হাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর, ' ১০ তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। রাতের তাপমাত্রা বাড়বে । উত্তরবঙ্গে আগামী তিন থেকে চার দিনে হালকা বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে সকাল সাড়ে ৭ টা নাগাদ শহরের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়ার্স।
হাওয়া অফিস সূত্রে খবর, 'আগামী ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। ১০ তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ১০তারিখ হালকা বৃষ্টি হবে।রাতের তাপমাত্রা আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে ।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আগামী তিন থেকে চার দিনে হালকা বৃষ্টি হবে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে উপরের পাঁচটি জেলাতে । নিচের দিকে মালদা ও ২ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে ও রাতের তাপমাত্রা আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গে মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই বৃষ্টিপাতের কারণ মঙ্গলাবার একটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করতে চলেছে। তার ফলে এই বৃষ্টি।'অপরদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই আবহাওয়ার পরিবর্তন হবে। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও আসামে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন তাপমাত্রা বাড়বে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে ঘন কুয়াশার দাপট। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন, শিয়রে পুরভোট, কোন ফুলে মন 'ফরাসডাঙা'-র, রইল চন্দননগর পুরসভার সাতকাহন
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। সর্বনিম্ন ৪৫ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। যেখানে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৪৪ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। সর্বনিম্ন ৩৬ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।