West Bengal Municipal Election Result 2022:ঘাসফুল-ঝড়ে উড়ে গেল বাম-বিজেপি, ১০২টি আসন জয় তৃণমূলের

সংক্ষিপ্ত

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর ২ মার্চ ভোটের গণনা। ইতিমধ্যেই ১০৮টি পুরসভার অধিকাংশতেই তাদের জয় নিশ্চিত বলে দাবি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিকে ভোটের দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই নিয়ে তারা রাজ্য নির্বাচন কমিশনেও অভিযোগ জমা করে। রাজ্য নির্বাচন কমিশন কোনও পুরসভার ভোট বাতিল করেনি। তবে, কয়েকটি পুরসভার কয়েকটি ওয়ার্ডে ১ মার্চ পুনভোটগ্রহণ করায়। এই যাত্রায় মোট ২০ জেলার ১০৮টি পুরসভায় নির্বাচন হয়েছে। ২০১৫ সালে এই পুরসভাগুলিতে শেষবার ভোট হয়েছিল। এরপর ২০২০ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হলেও ভোট করায়নি রাজ্য সরকার। পুর প্রশাসক বসিয়েই পুরসভাগুলোকে পরিচালনা করা হচ্ছিল। ২০২১-এর বিধানসভা ভোট মিটতেই পুরভোট নিয়ে বিতর্ক আদালতে গড়ায়। শেষমেশ রাজ্য সরকারও পুরসভার ভোট করাতে সম্মত হয়েছিল।  

03:51 PM (IST) Mar 02

পুরুলিয়ার ঝালদা পৌরসভা দেখুন একনজরে

পুরুলিয়ার ঝালদা পৌরসভার ১২টি ওয়ার্ডে ৫টি তৃণমূল কংগ্রেস ৫টি কংগ্রেস এবং ২টি নির্দল জয় লাভ করে।৮ নাম্বার ওয়ার্ডের নির্দল প্রার্থী সোমনাথ কর্মকারকে( রঞ্জন)তৃণমূল কংগ্রেস প্রথমে টিকিট দিলেও পরে তা সংশোধন করে ঝালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ কর্মকারকে ৮ নাম্বার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়। পরে বিক্ষুব্ধ সোমনাথ কর্মকার প্রদীপ কর্মকারের বিরুদ্ধে নির্দল থেকে দাঁড়ান। আজ ভোটের ফলাফলে সোমনাথ কর্মকার প্রদীপ কর্মকারকে ১৩ ভোটে হারিয়ে দেন। সোমনাথ কর্মকার জানান তিনি তৃণমূলে ছিলেন তৃণমূলেই থাকবেন। দল যদি সাসপেন্ড প্রত্যাহার করে নেয় তাহলে আবার তৃণমূলেই ফিরবেন।

02:01 PM (IST) Mar 02

রাজ্যের পুরভোটে বিপুল জয়ের পর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের পুরভোটে বিপুল জয়ের পর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন বাংলার সংখ্যাগরিষ্ঠ পুরসভায় জয়ের পর টুইটে এদিন মা-মাটি-মানুষের প্রতি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

 

 

12:37 PM (IST) Mar 02

গোটা রাজ্যে ১০৩টি পুরসভার দখল নিল তৃণমূল

সদ্য প্রকাশিত ফলাফল বলচে রাজ্য়ে বিজেপি ০, বাম ১, ১০৩ তৃণমূল, হামরো পার্টি ১, ত্রিশঙ্কু ৩

12:35 PM (IST) Mar 02

বারাসাত মহকুমার মোট পাঁচটি পুরসভার মধ্যে ৫ টি দখলে তৃণমূলের

বারাসাত মহকুমার মোট পাঁচ টি পুরসভার মধ্যে পাঁচটি দখলে রাখলো তৃণমূল কংগ্রেস । বারাসাত পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস 35 টি ওয়ার্ডের মধ্যে-

তৃণমূল কংগ্রেস 30 টি ওয়ার্ড
সি পি আই এম 3 টি 12,17,ও 31 নম্বর ওয়ার্ড 
নির্দল 2 টি 18 ও 28 নম্বর ওয়ার্ড


অশোকনগর পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস মোট 23 টি আসন

তৃণমূল কংগ্রেস  20টি 
সিপিএম 2 টি 20 ও 21 নম্বর ওয়ার্ড
কংগ্রেস  1 টি 13 নম্বর  ওয়ার্ড


মধ্যমগ্রাম পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস মোট আসন 28 টি 

 তৃণমূল কংগ্রেস 24 টি 
বামফ্রন্ট 4 টি 11,13,19 ও 20 টি ওয়ার্ড


হাবরা পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস মোট 24 টি আসনের মধ্যে 24 টি দখল নিল তৃণমূল কংগ্রেস বিরোধীশূন্য হাবড়া পৌরসভা

গোবরডাঙ্গা পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস মোট আসন 17টি 

তৃণমূল কংগ্রেস 15 টি 
নির্দল 1 টি 
বামফ্রন্ট  1 টি

12:13 PM (IST) Mar 02

শৈলশহর দখল নিল হামরো পার্টি

দার্জিলিং পুরসভায় 
হামরো পার্টি - ১৮
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা - ০৮
গোর্খা জনমুক্তি মোর্চা - ০৪
তৃণমূল কংগ্রেস - ০২

11:49 AM (IST) Mar 02

উত্তর দিনাজপুরে সবুজ ঝড়ে উধাও গেরুয়া শিবির

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর,  ডালখোলা এবং কালিয়াগঞ্জ  পুরসভায় সবুজ ঝড়ে উধাও গেরুয়া শিবির । কালিয়াগঞ্জে বিজেপি ৬ টি আসন পেলেও ডালখোলা পুরসভার ভোটে শূন্য পেল বিজেপি।  তৃনমূল কংগ্রেস দখল করল ইসলামপুর,   ডালখোলা ও কালিয়াগঞ্জ পুরসভা। জয়ের আনন্দে মেতে উঠেছে কালিয়াগঞ্জ ও ডালখোলার তৃনমূল কর্মী সমর্থকেরা।  একে অপরকে সবুজ আবীরে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি বাজি পটকা ফাটিয়ে জয়ের আনন্দে মেতে উঠেছেন কর্মীরা।

ডালখোলা পুরসভার মোট ১৪ টি আসনের মধ্যে ১০ টি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃনমুল কংগ্রেস প্রার্থীরা। নির্দল পেয়েছে ৪ টি ওয়ার্ড। ডালখোলা পুরসভার ভোটে খাতা খুলতে পারেনি বিজেপি। অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার মোট ১৭ টি আসনের মধ্যে তৃনমূল কংগ্রেস জয়ী হয়েছে ১০ টি আসনে,  বিজেপি জয়ী হয়েছে ৬ টি ওয়ার্ডে এবং একটি ওয়ার্ড পেয়েছে নির্দল প্রার্থী।  ফলে কালিয়াগঞ্জ পুরসভাও দখল করল তৃনমূল কংগ্রেস।  এর পাশাপাশি  ইসলামপুর পুরসভার মোট ১৭ টি আসনের মধ্যে তৃনমূল কংগ্রেস জয়ী হয়েছে ১১ টি ওয়ার্ডে, বিজেপি জয় পেয়েছে মাত্র ২ টি ওয়ার্ডে, সিপিআইএম ১ টি এবং নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ৩ টি ওয়ার্ডে। ফলে কালিয়াগঞ্জ ডালখোলার মতো সবুজ ঝড়ে উড়িয়ে ইসলামপুর পুরসভাও দখল করল মা মাটি মানুষের দল তৃনমূল কংগ্রেস।   

11:44 AM (IST) Mar 02

বাঁকুড়া জেলার তিন পুরসভার ফলাফল দেখুন একনজরে

ফাইনাল রেজাল্ট বাঁকুড়া জেলার তিন পুরসভা

বাঁকুড়া পুরসভা - 
মোট আসন -২৪ টি

তৃনমূল - (২১টি)  ওয়ার্ড নম্বর ২,৩, ৪,৫,৬,৮,৯,১০,১১,১২,১৩,১৪,১৫,১৬,১৭,১৯,২০,২১,২২,২৩,২৪

নির্দল -(৩টি) ওয়ার্ড নম্বর ১, ৭ ও ১৮

সোনামুখী পুরসভা 
মোট আসন -১৫টি

তৃনমূল - (৯ টি) ওয়ার্ড নম্বর ১,২,৩,৬,৭,১০,১২,১৩,১৪

সিপি আই এম - (২টি) ওয়ার্ড নম্বর ৫,৮

নির্দল -(৪টি) ওয়ার্ড নম্বর ৪,১১,১৫,৯

বিষ্ণুপুর পুরসভা 
মোট আসন -১৯ টি 

তৃনমূল - (১৩ টি) ১,২,৩,৫,৭,৯,১৩,১৪,১৫,১৬,১৭১৮,১৯

বিজেপি -(২টি) ৬,১০

কংগ্রেস -(১ টি) ৪

নির্দল -(৩ টি) ৮,১১,১২

11:32 AM (IST) Mar 02

মহেশতলা পৌরসভার  ৩৫ টি ওয়ার্ডের ৩৪ টি ওয়ার্ডই তৃণমূলের

মহেশতলা পৌরসভার  ৩৫ টি ওয়ার্ডের ৩৪ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দখলে নিয়েছে । আর ৮ নম্বর ওয়ার্ডের টি কংগ্রেসের প্রার্থী জয় লাভ করেছে ।

11:30 AM (IST) Mar 02

উত্তর দিনাজপুর জেলার ৩ টি পুরসভারই দখল নিল তৃণমূল


 উত্তর দিনাজপুর জেলার ৩ টি পুরসভারই দখল নিল তৃণমূল কংগ্রেস। ইসলামপুরে  তৃণমুল - ১১, বিজেপি  ২, সিপিএম  ১, নির্দল ৩

11:26 AM (IST) Mar 02

তাহেরপুর পুরসভা দখল বামেদের

পুরভোটে খাতা খুললো বামেরা, তাহেরপুর পুরসভা দখল বামেদের

11:25 AM (IST) Mar 02

কামারহাটিতে জয়ী মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র

কামারহাটি পুরসভার  ১৬  নং ওয়ার্ডে ৪৫৭০ ভোটে জয়ী মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র

11:18 AM (IST) Mar 02

বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ২৩ টি তৃণমূল জয়ী

বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ২৩ টি তৃণমূল জয়ী। দুটিতে বামফ্রন্ট জয়ী। বামফ্রন্ট জয়ী ১৭ ও ২০ ওয়ার্ড।

11:16 AM (IST) Mar 02

বালুরঘাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী

বালুরঘাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ী।

11:15 AM (IST) Mar 02

উলুবেড়িয়া পুরসভায় সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে জয়ী তৃণমূল

উলুবেড়িয়া পুরসভায় কী ফলাফল, দেখুন একনজরে। উলুবেড়িয়া পুরসভা ৩২টি ওয়ার্ডে মধ্যে ২৮টি তে জয়ী তৃনমূল


২ নং ওয়ার্ড জয়ী কংগ্রেস
১০ নং ওয়ার্ড বাম প্রার্থী
১৭ নং ওয়ার্ড নির্দল
২৯ নং ওয়ার্ড বিজেপি
বাকি সব ওয়ার্ডে জয়ী তৃণমূল

11:11 AM (IST) Mar 02

ঘাটাল-চন্দ্রকোনা-সহ একাধিক পুরসভা নির্বাচনের ফলাফল দেখুন একনজরে

পুরসভা নির্বাচনের ফলাফল
 

ঘাটাল পুরসভা (১৭)
তৃণমূল (১৭)
বিজেপি
কংগ্রেস
বামফ্রন্ট
নির্দল

চন্দ্রকোনা পুরসভা (১২)
তৃণমূল (১২)
বিজেপি
কংগ্রেস
বামফ্রন্ট
নির্দল


খড়ার পুরসভা (১০)
তৃণমূল (৮)
বিজেপি (২)
কংগ্রেস
বামফ্রন্ট
নির্দল


ক্ষীরপাই পুরসভা (১০)
তৃণমূল (৯)
বিজেপি
কংগ্রেস
বামফ্রন্ট
নির্দল (১)

রামজীবনপুর পুরসভা (১১)
তৃণমূল ১১
বিজেপি
কংগ্রেস
বামফ্রন্ট
নির্দল

10:56 AM (IST) Mar 02

বালুরঘাটে খাতা খুলল বামফ্রন্ট

বালুরঘাটে খাতা খুলল বামফ্রন্ট৷ ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী প্রবীর দত্ত।

10:37 AM (IST) Mar 02

কালিয়াগঞ্জ পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস

কালিয়াগঞ্জ পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস

10:34 AM (IST) Mar 02

বালুরঘাট পৌরসভা তৃণমূলের দখলে

  ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ডে সবকটি তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে। যার ফলে বালুরঘাট পৌরসভা তৃণমূলের দখলে গেল।

10:33 AM (IST) Mar 02

কালিয়াগঞ্জ পুরসভার অর্ধেকের বেশি ওয়ার্ডে জয়ী তৃণমুল

কালিয়াগঞ্জ পুরসভার অর্ধেকের (১৭) বেশি ওয়ার্ডে জয়ী তৃণমুল কংগ্রেস।

10:32 AM (IST) Mar 02

বালুরঘাট পৌরসভার সংখ্য়াগরিষ্ঠ ওয়ার্ডে জয়ী তৃণমূল

বালুরঘাট পৌরসভার ১১, ১২ ও ১৫ ,১০,১৩, ১৪ ও ১৬ ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জয়ী।

10:30 AM (IST) Mar 02

উলুবেড়িয়া পুরসভার ফলাফল দেখুন একনজরে

উলুবেড়িয়া পুরসভার ৩২ টি ওয়ার্ডের ৬ টি ওয়ার্ডে জয়ী তৃনমূল এগিয়ে ২২ টি ওয়ার্ডে। ২ টি ওয়ার্ডে এগিয়ে বাম প্রার্থী, একটি ওয়ার্ডে এগিয়ে নির্দল ও একটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী।

10:15 AM (IST) Mar 02

মুর্শিদাবাদে এগিয়ে তৃণমূল প্রার্থীরা

মুর্শিদাবাদের নজরকাড়া জঙ্গিপুর পৌরসভার মোট ৯ রাউন্ডের গণনার মধ্যে। চতুর্থ রাউন্ড শেষে ১১টি কাউন্টিং টেবিলে ১৪০০ এর অধিক ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থীরা

10:07 AM (IST) Mar 02

উলুবেড়িয়া পৌরসভায় তৃণমূল ঝড়, দেখুন একনজরে

শাসক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথেই উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনী ফলাফল। প্রত্যাশা মতোই উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে প্রথম রাউন্ডে এখন পর্যন্ত ২৭টি ওয়ার্ডের ফল পাওয়া গেছে। যারমধ্যে ৩টিতে এগিয়ে বিরোধীরা। বাকি ২৪টি এগিয়ে তৃণমূল। তবে গণনা যত এগোবে আরো বেশি ব্যবধানে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্টতা নিয়ে উলুবেড়িয়া পৌরসভা দখলের পথে এগিয়ে যাবে শাসক দল। হাওড়া উলুবেরিয়া ওম দয়াল কলেজে শুরু হয়েছে ভোট গননার কাজ। উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডের গননা শুরু হয়েছে। কলেজের বাইরে তৃণমূল সমর্থক দের সবুজ আবির মেখে উল্লাস ইতিমধ্যে চালু হয়ে গেছে। শাসক দল সূত্রের খবর উলুবেড়িয়া পৌরসভার সবকটি আসনেই জয়ী হবে তারা। যে কয়টিতে তারা পিছিয়ে আছে সেখানে গণনা আরো এগোলে তারাই এগিয়ে যাবে বলেই দাবি শাসক দলের। উল্লেখ্য গত পৌরসভার নির্বাচনে মোট ৩২ টি ওয়ার্ডের মধ্যে শাসক দল ২৬ ও বিরোধীদের দখলে ছিল ৬টি আসন। যদিও ওই ৬ জন তৃনমূল কংগ্রেসে যোগ দিলে বিরোধী শূন্য হয়ে গেছিল পৌরসভা। এবারেও একই চিত্র দেখা যাবে অর্থাৎ সম্পুর্ন বিরোধী শূন্য হবে বলেই দাবি শাসকদলের। উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত মোট ৩২ টি ওয়ার্ডে নির্বাচন হয়। প্রায় ৩০ লাখের বেশি ভোটারের ৬৮.৬৪% মানুষ ভোট দিয়ে ঠিক করেছে এই পৌরসভা কার হাতে যাবে।

10:02 AM (IST) Mar 02

গঙ্গারামপুর পৌরসভায়জয়ী তৃণমূল


গঙ্গারামপুর পৌরসভায় ১৮ থেকে ১৮ তৃণমূল জয়ী।

10:02 AM (IST) Mar 02

গঙ্গারামপুর পৌরসভায় ১৮ থেকে ১৮ তৃণমূল জয়ী।


গঙ্গারামপুর পৌরসভায় ১৮ থেকে ১৮ তৃণমূল জয়ী।

10:00 AM (IST) Mar 02

ডায়মন্ড হারবারের ১৬ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

ডায়মন্ড হারবারের 16 টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

10:00 AM (IST) Mar 02

বোলপুর পুরসভা দখল করল তৃণমূল

বোলপুর পুরসভা দখল করল তৃণমূল

09:59 AM (IST) Mar 02

বাঁকুড়া পুরসভায় ফল দেখুন একনজরে

 

তৃনমূল -৮ (ওয়ার্ড নম্বর ১০, ৪,১৪,২,৬,১৬,১১,৩)
নির্দল -৩ ( ওয়ার্ড নম্বর- ১,১৮,৭)
সিপি আই -১ (ওয়ার্ড নম্বর ১৭)

09:55 AM (IST) Mar 02

কোচবিহার পৌরসভায় ১৫টিতে তৃণমূল, ৩টিকে নির্দলেরা জয়ী

কোচবিহার পৌরসভায় ১৫টিতে তৃণমূল, ৩ নির্দল, ২টি তে বামফ্রন্ট জয়ী হয়েছে।

09:54 AM (IST) Mar 02

ডায়মন্ড হারবারের ১৬ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল

ডায়মন্ড হারবারে বড় জয়। এখানের ১৬ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল-কংগ্রেস প্রার্থীরা 

09:53 AM (IST) Mar 02

উত্তরবঙ্গে তৃণমূলের জয়-জয়কার, তুফানগঞ্জ-ফালাকাটা-মালবাজারে বড় জয়

তুফানগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে ১২ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।

ফালাকাটা পুরসভার ১৮ টি আসনই দখল করলো তৃণমূল কংগ্রেস।

মালবাজার ১৫ টির মধ্যে ১০টি তৃণমূল ১ বিজেপি।

09:36 AM (IST) Mar 02

জয়নগর পুরসভার ১২ টি ওয়ার্ড তৃণমূলের দখলে, একটি করে ওয়ার্ডে জয়ী কংগ্রেস, এসইউসিআই প্রর্থীরা

জয়নগর পুরসভার 8 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস। ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী এসইউসিআইi। বাকি ১২ টি ওয়ার্ড তৃণমূলের দখলে।

09:32 AM (IST) Mar 02

বাঁকুড়া ২৪ টি ওয়ার্ড দেখুন একনজরে

বাঁকুড়া ২৪ টি ওয়ার্ড দেখুন একনজরে

টিমসি ৩ টি
নির্দল ২টি
বাম ১ টি
-------

সোনামুখী ১৫ টি ওয়ার্ড
টিএমসি  ৩ টি
----- 

বিষ্ণুপুর ১৯ টি  ওয়ার্ড

টিএমসি ১

09:32 AM (IST) Mar 02

রামপুরহাট পুরসভা দখল করল তৃণমূল

রামপুরহাট পুরসভা দখল করল তৃণমূল

09:31 AM (IST) Mar 02

দুবরাজপুর পৌরসভা দখল করল তৃণমূল

দুবরাজপুর পৌরসভা দখল করল তৃণমূল।

09:28 AM (IST) Mar 02

কাঁথি পুরভোটে হার বিজেপি বিধায়কের

কাঁথি পুরভোটে হার বিজেপি বিধায়ক সুমিতা সিংহের

09:23 AM (IST) Mar 02

তুফানগঞ্জে দ্বিতীয় রাউন্ডে ওয়ার্ড ৪,৫,৬ জয় তৃণমূলের

তুফানগঞ্জে দ্বিতীয় রাউন্ডে ওয়ার্ড ৪,৫,৬ জয় তৃণমূলের। ৪,৫,৬  ওযার্ডে তৃণমূল প্রার্থী সনরিতা সাহা, অম্লান বর্মা, অন্তরা কুমার বর্মা জয়ী।

 

09:21 AM (IST) Mar 02

ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে জয় তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর

মালদহের ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে জয় তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর 

09:19 AM (IST) Mar 02

বারুইপুর পুরসভার ১৭ টি ওয়ার্ড তৃণমূলের দখলে

বারুইপুর পুরসভার 17 টি ওয়ার্ডে 17 টি তৃণমূলের দখলে। বিরোধীরা কেউ খাতা খুলতে পারেনি এই পুরসভায়।

09:17 AM (IST) Mar 02

রঘুনাথপুর পৌরসভার ১৩ টি ওয়ার্ডের মধ্যে ৭ টিতে এককভাবে জয়ী তৃণমূল

রঘুনাথপুর পৌরসভার 2,3,4,5,6,9,12 তৃণমূল কংগ্রেস 11 এগারো নাম্বার ওয়ার্ড এ কংগ্রেস। পুরুলিয়া রঘুনাথপুর পৌরসভা দখল করল শাসক দল তৃণমূল কংগ্রেস।13 টি ওয়ার্ডের মধ্যে 7টিতে এককভাবে জয়ী তৃণমূল কংগ্রেস