
kolkata protests bangladesh high commission: আলিপুর আদালতে ফের মুখ পুড়ল কলকাতা পুলিশের। ২৩ ডিসেম্বর বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানোয় যাদের গ্রেফতার করেছিল পুলিশ, তাঁদের জামিন মঞ্জুর করল আলিপুর আদালত। এরপরই আলিপুর আদালত চত্বরে স্লোগান সনাতনীদের। বিজেপি নেতা অর্জুন সিংও মমতাকে একহাত নিলেন এই ইস্যুতে