
এতদিন বেআইনিভাবে বসবাস করছিল বিরাটি, নিউটাউন সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। SIR লাগু হতেই বাংলাদেশ পালাতে গিয়ে স্বরূপনগরের কাছে হাকিমপুর সীমান্তে আটক প্রায় ৩০০ বাংলাদেশি।
কেউ করত পরিচারিকার কাজ কেউ ছিল দিনমজুর। এতদিন বেআইনিভাবে বসবাস করছিল বিরাটি, নিউটাউন সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। SIR লাগু হতেই বাংলাদেশ পালাতে গিয়ে স্বরূপনগরের কাছে হাকিমপুর সীমান্তে আটক প্রায় ৩০০ বাংলাদেশি। কিন্তু কাগজপত্র ছাড়া কীভাবে এতদিন থাকল তা নিয়ে উঠছে প্রশ্ন।