পুজোর আগে ফের এক ধাক্কা। সাতটি দফা দাবিকে সামনে রেখে এবার ট্রাক ধর্মঘটে নামতে চলেছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠন সম্পাদক প্রদীপ মন্ডল জানান এই সাত দফা দাবি কী কী।
পুজোর আগে ফের এক ধাক্কা। সাতটি দফা দাবিকে সামনে রেখে এবার ট্রাক ধর্মঘটে নামতে চলেছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠন সম্পাদক প্রদীপ মন্ডল জানান এই সাত দফা দাবি কী কী। গোটা পশ্চিমবাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা, পরিবহনের ক্ষেত্রে পুলিশ, ডাক পার্টি সিভিকদের অত্যাচার বন্ধ করা, যত্রতত্র অনলাইন কেস দেওয়া বন্ধ করা, রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভার লোডিং গাড়ি পাস করানো বন্ধ রাখা, আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেদের অত্যাচার বন্ধ করা, মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা নিচ দিয়ে রাস্তার ব্যবস্থা করা। প্রদীপ মন্ডলের অভিযোগ আর আগেও এই সমস্যাগুলির কথা জানানো হয়েছিল প্রশাসনকে। কিন্তু তার কোন সুরাহা হয়নি। তিনি জানান এক প্রকার বাধ্য হয়েই এই ধর্মঘটের ডাক দিতে হয়েছে। প্রদীপ মন্ডলের আরও জানালেন এবার যদি প্রশাসন তাঁদের দাবি না মানেন, তাহলে এরকম আন্দোলন পুজোর আগে লাগাতার চালানো হবে। ধর্মঘটের জেরে চড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।