বারুইপুর থানার অন্তর্গত যোগী বটতলা এলাকায় ছড়ালো চাঞ্চল্য। বারুইপুর বারাসাতের একটি বাস পিছন থেকে এসে একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা Alto গাড়িকে ধাক্কা মারে।
বারুইপুর থানার অন্তর্গত যোগী বটতলা এলাকায় ছড়ালো চাঞ্চল্য। বারুইপুর বারাসাতের একটি বাস পিছন থেকে এসে একটি রাস্তায় দাঁড়িয়ে থাকা Alto গাড়িকে ধাক্কা মারে। গাড়িটি সমর বিশ্বাসের। সে তাঁর স্ত্রী শ্যামলী বিশ্বাসকে নিয়ে এসেছিলেন আলামিন কলেজে ইংরাজি পরীক্ষা দিতে। তাঁর সঙ্গে তাঁর ছোট ছেলে ও মেয়েও ছিল। তিনজন বসেছিলেন তাঁদের Alto গাড়ির ভিতরে। ঠিক তখনই একটি বাস পিছন থেকে এসে গাড়িটিকে ধাক্কা মারে। মেয়ের হাতে ও পায়ে জখম লাগে। গুরুতর কোন জখম কারুর হয়নি বলে জানা গিয়েছে।