ধান পাকতেই লোকালয়ে চলে এল হাতির দল । কোচবিহারের দিনহাটার মাতালহাট লক্ষ্মীর বাজার এলাকায় ঢুকে পড়ে ছ'টি হাতি ।
ধান পাকতেই লোকালয়ে চলে এল হাতির দল । কোচবিহারের দিনহাটার মাতালহাট লক্ষ্মীর বাজার এলাকায় ঢুকে পড়ে ছ'টি হাতি । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা থানার পুলিশ এবং বন বিভাগের কর্মীরা ।