আর জি কর কাণ্ডের প্রতিবাদের জেরে আরও এক যুবকের বিনা চিকিৎসায় মৃত্যু

আর জি কর কাণ্ডের আন্দোলনের আগুন চারিদিকে ছরিয়ে গিয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। অভয়া কাণ্ডের প্রতিবাদে হচ্ছে না চিকিৎসা। এরকমই এক যুবকের প্রাণ হারাতে হল দেগঙ্গার এক ৩৮ বছরের।

আর জি কর কাণ্ডের আন্দোলনের আগুন চারিদিকে ছরিয়ে গিয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। অভয়া কাণ্ডের প্রতিবাদে হচ্ছে না চিকিৎসা। এরকমই এক যুবকের প্রাণ হারাতে হল দেগঙ্গার এক ৩৮ বছরের। সূত্রের খবর, মৃত যুবকের নাম শফিকুল ইসলাম। বেশ কিছুদিন আগে তাঁর একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় এবং তাতে শফিকুল গুরুতরভাবে জখম হন। বারাসাত হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। বাড়ির লকের অভিযোগ তাঁদের রোগীকে কোন ধরণের পরিষেবা দেওয়া হয়নি। তাঁদের বলা হয় অভয়া কাণ্ডের প্রতিবাদে কোন চিকিৎসা হবে না। মেডিকেল কলেজে থেকে শফিকুলকে নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে। সেখানেও কোন সুরাহা না পাওয়ায় রোগীকে নিয়ে এসে বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তাঁর বাড়ির লোক। বুধবার দুপুর তিনতে নাগাদ শফিকুলকে মৃত বলে ঘোষণা করা হয়। বাড়ির লকের অভিযোগ যদি প্রথমেই শফিকুলএরর চিকিৎসা করা হতো তাহলে সে বেঁচে যেত। বাড়ির লোক প্রশ্ন তুলছে আর জি কর প্রতিবাদ নিয়ে। এই প্রতিবাদের কারণে সাধারণ মানুষের চিকিৎসা হচ্ছে না। জার ফলে তাঁরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।

03:52Suvendu Adhikari : 'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর10:23'উল্টো ঝুলিয়ে সোজা করব' এগরার জনসভায় এসে কাকে বললেন শুভেন্দু অধিকারী?05:23Canning : ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি05:39‘বাংলাদেশকে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ10:37কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন শুভেন্দু, শুনলে চমকে উঠবেন03:53‘পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকারের মুখোশ মমতা’ শুভেন্দুর ঝাঁঝালো তোপ মমতাকে04:33‘মমতা আজ তৃণমূলের মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক সুকান্ত03:35Hooghly News Today: অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ02:18নিউ আলিপুরের বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল02:41সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে