আর জি কর কাণ্ডের আন্দোলনের আগুন চারিদিকে ছরিয়ে গিয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। অভয়া কাণ্ডের প্রতিবাদে হচ্ছে না চিকিৎসা। এরকমই এক যুবকের প্রাণ হারাতে হল দেগঙ্গার এক ৩৮ বছরের।
আর জি কর কাণ্ডের আন্দোলনের আগুন চারিদিকে ছরিয়ে গিয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। অভয়া কাণ্ডের প্রতিবাদে হচ্ছে না চিকিৎসা। এরকমই এক যুবকের প্রাণ হারাতে হল দেগঙ্গার এক ৩৮ বছরের। সূত্রের খবর, মৃত যুবকের নাম শফিকুল ইসলাম। বেশ কিছুদিন আগে তাঁর একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় এবং তাতে শফিকুল গুরুতরভাবে জখম হন। বারাসাত হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। বাড়ির লকের অভিযোগ তাঁদের রোগীকে কোন ধরণের পরিষেবা দেওয়া হয়নি। তাঁদের বলা হয় অভয়া কাণ্ডের প্রতিবাদে কোন চিকিৎসা হবে না। মেডিকেল কলেজে থেকে শফিকুলকে নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে। সেখানেও কোন সুরাহা না পাওয়ায় রোগীকে নিয়ে এসে বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তাঁর বাড়ির লোক। বুধবার দুপুর তিনতে নাগাদ শফিকুলকে মৃত বলে ঘোষণা করা হয়। বাড়ির লকের অভিযোগ যদি প্রথমেই শফিকুলএরর চিকিৎসা করা হতো তাহলে সে বেঁচে যেত। বাড়ির লোক প্রশ্ন তুলছে আর জি কর প্রতিবাদ নিয়ে। এই প্রতিবাদের কারণে সাধারণ মানুষের চিকিৎসা হচ্ছে না। জার ফলে তাঁরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।