'জঞ্জাল এবার গিয়ে পড়ল জঞ্জালের ভ্যাটে', তাপসী মণ্ডলের দলবদল নিয়ে প্রতিক্রিয়া অভিজিৎ ও শুভেন্দুর

Published : Mar 10, 2025, 07:40 PM IST
Haldia BJP MLA Tapasi Mondal joins TMC  problems increase for Suvendu Adhikari bsm

সংক্ষিপ্ত

তাপসী মণ্ডল (Tapasi Mondal)তৃণমূল কংগ্রেসের (TMC)পতাকা হাতে তুলে নেন। তাতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Ganguly) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

Tapasi Mondal switch from BJP to TMC: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে ভাঙনে বিজেপি কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে। কিন্তু বিধায়ক তাপসী মণ্ডলের (Tapasi Mondal)দলবদলের পর সরব হলেন দলেরই এক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তিনি কিছুটা হলেও চড়া সুরেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রীতিমত কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস ও তাপসী মণ্ডলকে। শুভেন্দু অধিকারীও চ়ড়া সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাপসী মণ্ডলকে জঞ্জালের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জনিয়ে দিয়েছেন, তিনি তাপসী মণ্ডলকে বিজেপিতে আনেননি। তাপসী নিজেই আসতে চেয়েছিল। তবে শুভেন্দু টর্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ঃ

অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাপসী মণ্ডলের দলবদলের প্রেক্ষিতে বলেছেন, 'একটা জঞ্জাল জঞ্জালের ভ্যাটে পড়ল । ওর সঙ্গে তর্কাতর্কি হয়েছে । আমি আমার চেম্বার থেকে বেত করে দিয়েছি। কোনও দুর্নীতিগ্রস্ত মানুষের লেকচার শুনতে রাজি নয়।' বিজেপি সূত্রের খবর, মজদুর সংঘের সমাবেশে আমন্ত্রণ না পাওয়া নিয়ে তাপসী আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। সেই সময় দুই জনের তর্কাতর্কি হয়। যার রেশ রয়ে গেছেন এদিনও।

শুভেন্দু অধিকারীঃ

শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি তাপসী মণ্ডলকে বিজেপিতে নিয়ে যাননি। তাপসী সিপিএম-এ ছিল। আসতে চেয়েছিল তাই তিনি বিজেপিতে আসার ব্যবস্থা করেছিলেন। শুভেন্দু আরও বলেছেন, সুনীল মণ্ডলও ছিল। বিরাট একটা তালিকা ছিল। তিনি আরও বলেন, মুকুটমণি, বিশ্বজিৎ আর কৃষ্ণকল্যাণী এদিক থেকে ওদিক হয়েছে। তারপরই তিনি তাপসী মণ্ডলের উদ্দেশ্যে বলেন, 'ওই ভদ্রমহিলাকে আগামিকাল বিধানসভায় এসে বলতে বলুন, আমি তৃণমূলের এমএলএ। বলতে বলুন না সাহস আছে?' তাপসী জানিয়েছেন, তিনি ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করেন না। পাল্টা শুভেন্দু বলেন, তিনি এই জাতীয় কথার কোনও উত্তর দেবেন না।

তাপসীর দলবদলঃ

হলদিয়ার বিজেপি বিধায়ক সোমবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। অরূপ বিশ্বাসের উপস্থিতিতেই তিনি বিজেপি থেকে তৃণমূলে গেলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাপসীর দলবদল খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলদিয়া শুভেন্দু অধিকারীর গড় হিসেবেই পরিচিত। শুভেন্দু গড় থেকে এক সদস্যকে দলভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসাকে শাসক দল সাফল্য হিসেবেই দেখছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন, 'কর দম থাকলে'
Gita Path 2025: ভোর থেকেই জনসমুদ্র! হাতে গীতা কপালে তিলক নিয়ে ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ