মাথাভাঙার মঞ্চে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'প্রেমকুমার বর্মন, বয়স ২৪। পরিযায়ী শ্রমিক, চার বছর পর বাড়ি ফিরেছিল। গত ২৪ ডিসেম্বর সকালে মাঠে গিয়েছিল। সেখানে বিএসএফ জওয়ানরা তাকে গুলি করে মেরেছে।'
মাথাভাঙার মঞ্চে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রেমকুমার বর্মন, বয়স ২৪। পরিযায়ী শ্রমিক, চার বছর পর বাড়ি ফিরেছিল। গত ২৪ ডিসেম্বর সকালে মাঠে গিয়েছিল। সেখানে বিএসএফ জওয়ানরা তাকে গুলি করে মেরেছে। বিএসএফ-এর উপদ্রবের কথা সকলেই জানেন। এটা বলছি কারণ, এই রাজবংশী, তরতাজা যুবককে যে ইচ্ছাকৃত ভাবে হত্যা করা হল, তা নিয়ে রাজবংশীদের প্রতি দরদ দেখানো ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর ডেপুটি, এখানকার বিজেপি সাংসদকে প্রশ্ন করতে চাই, প্রেমকুমার কি জঙ্গি ছিল? কী ছিল তার অপরাধ, সে রাজবংশী? সকাল ৭টায় মাঠে তার কাছ থেকে বোমা-বন্দুক পাওয়া গিয়েছিল, নাকি যুদ্ধ করতে গিয়েছিল সে, গরুপাচার করছিল নাকি সোনা মিলেছিল? বিএসএফ-এর নিয়ন্ত্রণ হাতে থাকা অমিত শাহ, কোচবিহারের লজ্জা নিশীথ প্রামাণিককে প্রশ্ন করছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ৪৮ ঘণ্টা সময় দিলাম, অবস্থান স্পষ্ট করতে হবে।'