কয়েকদিন বাপের বাড়িতে থাকায় পরকীয়ার অভিযোগ! নারকীয় নির্যাতন করে জুতোর মাল পরিয়ে ঘোরানো হল মহিলাকে, গ্রেফতার ৫

Published : Sep 20, 2024, 12:43 PM IST
 RAPE CASE NEWS 12

সংক্ষিপ্ত

কয়েকদিন বাপের বাড়িতে থাকায় পরকীয়ার অভিযোগ! নারকীয় নির্যাতন করে জুতোর মাল পরিয়ে ঘোরানো হল মহিলাকে, গ্রেফতার ৫

পরকীয়ার অভিযোগ তুলে এক মহিলাকে নারকীয় নির্যাতন! কোচবিহারের বাংলাদেশ সীমান্তের ঘটনা। কয়েকমাস বাপের বাড়িতে থাকায় পরকিয়ার অভিযোগ তুলে বেধড়ক মারধর করা হয় মহিলাকে। অভিযোগ উঠে অন্য একদল মহিলার উপরেই। এখানেই শেষ নয়, জুতোর মালা গলায় পরিয়ে ভরা বাজারে ঘোরানো হয়েছে তাঁকে। এরপর আত্মহত্যা করার চেষ্টা করেন ওই মহিলা। এরপর ওই মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফাতার করা হয়েছে ৫ অভিযুক্তকে।

জানা গিয়েছে, চ্যাংড়াবান্ধার বড়কামাত বাজারে বাড়ি নির্যাতিতার। জানা যায় পারিবারিক জটিলতার করাণে ৬ মাস বাপের বাড়িতে থাকতে যান ওই মহিলা। কিছুদিন আগেই বাপের বাড়ি থেকে ফেরেন তিনি। এরপরেই তাঁর নামে পরকীয়ার অভিযোগ তোলা শুরু হয়। বৃহস্পতিবার বাড়ি থেকে তাঁকে জোর করে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। মারধর করে জুতোর মালা পরিয়ে বাজারে ঘোরানো হয় তাঁকে। বেশ কিছুক্ষণ বাড়িতেও ফিরিয়ে আনা হয়। এরপর কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন নির্যাতিতা। সব জানতে পারে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার স্বামী। অভিযুক্ত ৫ মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে নির্যাতিতার স্বামী জানিয়েছেন, "আমার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন বলে আমি কখনও কাউকে অভিযোগ করিনি। তাহলে গ্রামবাসীদের এই নিয়ে এত ভাবনা কেন? আমার স্ত্রী কতদিন বাপের বাড়িতে থাকবেন সেটা গ্রামবাসী ঠিক করে দেবে না কি?"

 

                               আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রর বিরুদ্ধে অ্যাকশনে সুকান্ত মজুমদার, ফাঁস দুর্নীতির চার্জশিট
Suvendu Adhikari: ‘এখন থেকেই প্ল্যানিং করুন…!’ হাওড়ায় ভোটের আগে বড় হুঁশিয়ারি শুভেন্দুর