adhir ranjan chowdhury: রাজ্যে SIR-এ বড় অনিয়ম করছে তৃণমূল কংগ্রেস। এসআইআরের শুরুতে দুধে যতটা জল মেশানোর ততটা মিশিয়ে নিয়েছে। এখন শুনানি আর চাইছে না রাজ্যের শাসক দল। কিন্তু কেন? তাঁর এই দাবির পিছনে কী যুক্তি দিলেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।