দুয়ারে সরকারের পর এবার 'দুয়ারে পুলিশ'! মানুষের সমস্যা সমাধানে এবার বিশেষ শিবির?

Published : Jan 19, 2025, 09:30 PM IST
west bengal police

সংক্ষিপ্ত

শিক্ষক-ব্যাঙ্ককর্মীর সেই বিবাদ পৌঁছে গেছিল থানা পর্যন্ত। 

পাড়া পড়শির বাড়ির গাছের পাতা ঝড়ে গিয়ে নোংরা হচ্ছে বাড়ির ছাদ। আর সেই নিয়ে নাকি গোলমাল।

শিক্ষক-ব্যাঙ্ককর্মীর সেই বিবাদ পৌঁছে গেছিল থানা পর্যন্ত। এদিকে আবার ঘরের কাজ করা নিয়ে শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝগড়া শুরু। শাশুড়ির বিরুদ্ধে সেই বৌমা আবার বধূ নির্যাতনের মামলাও ঠুকে দিয়েছিলেন। শেষপর্যন্ত, দুটি ঘটনারই নিষ্পত্তি হল ‘পুলিশ বন্ধু’ শিবিরে।

সেই বিবাদ মেটার পর খানিক আফসোস করতেই দেখা যাচ্ছিল সেই ব্যাঙ্ককর্মীকে। পুলিশের সঙ্গে কথা বলার পর, আর ঘরের অশান্তি নিয়ে কোর্ট-কাছারি করতেও একদমই রাজি হননি সেই বৌমাও।

শুধু এই দুটি ঘটনাই নয়, প্রত্যন্ত গ্রামেগঞ্জে এইরকম ছোটখাটো অশান্তির অভিযোগের নিষ্পত্তিতে এবার ‘দুয়ারে পুলিশ’কর্মসূচি শুরু করল কৃষ্ণনগর জেলা পুলিশ। ধুবুলিয়া, নদিয়া, নবদ্বীপ, নাকাশিপাড়া এবং কালীগঞ্জ থানা এলাকা মিলিয়ে মোট ২১টি শিবির খোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এতে সাফল্যও মিলছে ব্যাপক। প্রচুর মানুষ আসছেন সেই শিবিরে।

কেউ কেউ আবার লিখিত অভিযোগ জানাচ্ছেন। তবে কেউ আবার শুধু মৌখিক। কিন্তু দুই ধরনের অভিযোগই বেশ গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের অভিযোগগুলিকে।

ধুবুলিয়া থানার এক অফিসারের কথায়, “এই পুলিশি সহায়তা শিবিরের মাধ্যমে মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক পরিষেবা দেওয়া হবে। প্রত্যন্ত এলাকায় পুলিশের সঙ্গে জনতার যথেষ্ট দূরত্ব রয়েছে। সেই দূরত্ব ঘুচিয়ে সাধারণ মানুষকে ভরসা জোগানোই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন, 'কর দম থাকলে'
Gita Path 2025: ভোর থেকেই জনসমুদ্র! হাতে গীতা কপালে তিলক নিয়ে ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ