শ্মশান-সহ সরকারি জমি বিক্রি করে দিয়েছেন! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ অশোক দিন্দার

Published : Jan 07, 2026, 08:46 PM IST
Ashok Dinda

সংক্ষিপ্ত

Ashok Dinda: পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল কংগ্রেস (AITC) নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি (BJP) বিধায়ক অশোক দিন্দা। তাঁর এই অভিযোগে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

DID YOU KNOW ?
শ্মশান বিক্রির অভিযোগ
রাজ্যের নানা প্রান্তে শাসক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, বেআিইনি কাজের অভিযোগ উঠেছে। এবার শ্মশান বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠল।

West Bengal News: সেচের কাজে ব্যবহৃত খালের পাশে সরকারি জায়গা-সহ শ্মশান বিক্রি করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের (AITC) অঞ্চল সভাপতি। হাত প্রতি ৩৫ হাজার টাকা মূল্যে দেদার জায়গা বেআইনিভাবে বিক্রি করা হয়েছে। এমনই অভিযোগ বিজেপি (BJP) বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda)। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার অন্তর্গত তমলুক ব্লকের শ্রীরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের তেলিপোতা বাজারে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ দিন্দার। তাঁর দাবি অনুযায়ী, শ্রীরামপুর গ্রামের তেলিপোতা বাজারে হাঁসুয়াখালি খালের বাঁধ সংলগ্ন রাস্তার পাশে বেশকিছুটা জায়গা লম্বা করে বেড়া দিয়ে ঘিরে দেন শাসক দলের নেতা চিত্তরঞ্জন ভৌমিক। এ নিয়ে ব্লক প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ করেন তাঁর দাদা জ্যোৎস্না ভৌমিক। অভিযোগ পত্রে বলা হয়, খালের বাঁধের পাশে সর্বসাধারণের যাতায়াতের রাস্তার ওই জায়গা টাকার বিনিময়ে বেআইনি ভাবে বিক্রি করছেন চিত্তরঞ্জন। এছাড়াও খালের পাশে থাকা শশ্মানের জায়গা বিক্রির চেষ্টা হচ্ছে। এই অভিযোগ ঘিরে এখন পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

শাসক দলকে তোপ দিন্দার

বুধবার খালের ধারে ওই অঞ্চল পরিদর্শনে যান ময়নার বিধায়ক দিন্দা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি। তারপরেই বিজেপি বিধায়ক অভিযোগ করেন, ‘খালপাড়ের সর্বসাধারণের ব্যবহারের জায়গা তৃণমূল নেতারা মোটা টাকার বিনিময়ে বিক্রি করছে। খালের পাশে সরকারি গাছ কেটে নিয়েছে। সর্বসাধারণের জায়গা কীভাবে তৃণমূল নেতা বিক্রি করে সেই বিষয়ে বিডিও ও ভূমি সংস্কার দফতরের কাছে জানানো হয়েছে।’

অভিযোগ অস্বীকার শাসক দলের নেতার

যদিও গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি চিত্তরঞ্জনের দাবি, 'তেলিয়াপোতা বাজারের কাছে ৭৬০ দাগে যে জায়গা নিয়ে বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ রায়ত জায়গা। ওই জায়গা আমি-সহ পাঁচজন কিনেছি। ওখানে রাস্তা বলে কিছু নেই। আর ওই জায়গায় খালের উল্টোদিকে ৭৬২ দাগে শশ্মানের জায়গা রয়েছে। শশ্মানে যাতায়াতের জন্য আলাদা রাস্তাও রয়েছে। আমরা নিজেদের রায়ত জায়গা ঘিরে দিয়েছি। টাকার বিনিময়ে ওই জায়গা বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩৫
বেআইনিভাবে প্রতি হাত ৩৫ হাজার টাকা করে জমি বিক্রি।
তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে বেআইনিভাবে প্রতি হাত ৩৫ হাজার টাকা করে সরকারি জমি বিক্রির অভিযোগ।
Read more Articles on
click me!

Recommended Stories

প্রবীণ ভোটারদের জন্য বাড়ি বসেই এসআইআর-ভোটার শুনানি, নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের
Suvendu Adhikari: ‘ক্ষমতায় এলে ওদের বিরুদ্ধে এফআইআর করব!’ মমতাকে সাফ জবাব শুভেন্দু অধিকারীর