
পাহাড়ের রাজনীতিতে আবারও একটি নতুন দল। তবে এবার নতুন দলের কর্মকাণ্ড শুধুমাত্র পাহাড়ের চৌহদ্দিতে সীমাবদ্ধ না রেখে ডুয়ার্সেও তার বিস্তার ঘটালেন অজয় এডওয়ার্ড। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে নতুন দল 'তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্ট' নামে একটি দলের সূচনা করেন দার্জিলিং-এর গোর্খা নেতা। দলের সূচনার দিনই তিনি একই সঙ্গে রাজ্যের শাসক ও বিরোধী দলকে নিশানা করেন। তিনি জানিয়ে দেন বিধানসভা নির্বাচনে নতুন দল ১০টি আসনে প্রার্থী দেবে।
উত্তরবঙ্গের রাজনীতিতে এবার নতুন রাজনৈতিক দলের উদয়। মালবাজারে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের গোর্খা নেতা অজয় এডোয়ার্ড। মালবাজার বাস স্ট্যান্ড চত্বরে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির প্রতি রণ হুংকার দিলেন অজয়। তিনি জানালেন , আগামী বিধানসভা নির্বাচনে ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই দল।
শুক্রবার মাল বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দল তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্টের আত্মপ্রকাশ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ের গোর্খা নেতা অজয় এডোয়ার্ড। অজয় অনুষ্ঠানে এসে প্রথমে ভানু ভক্ত আচার্য এবং বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন। পরে ফিতে কেটে নতুন রাজনৈতিক দলের কার্যালয়ের উদ্বোধন করেন। জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিপত্তি ঘটে। জাতীয় পতাকার দড়ি ছিঁড়ে পতাকা নিচে পরে যায়। যদিও সেই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন আয়োজকরা। নতুন দলের পতাকা উন্মোচন করেন অজয় এডোয়ার্ড। দলের প্রতীক হিসেবে তারা বেছে নিয়েছে সেতু ।
নতুন দলের পদাধিকারীদের নিয়োগপত্র তুলে দেন অজয় এডোয়ার্ড। সভাপতির দায়িত্বে রাজেশ লাকড়া, সহ সভাপতি পদে ড: জয় প্রফুল লাকড়া, ড: আর পি শর্মা, সাধারণ সম্পাদকের দায়িত্বে চন্দন লোহার, যুগ্ম সম্পাদক বিজয় ছেত্রী, কোষাধক্ষ্য পাপ্পু গুপ্তা, চিফ কোঅর্ডিনেটর আয়ুষ অধিকারী। আত্মপ্রকাশের অনুষ্ঠানেই রাজ্য সরকারের বঞ্চনার কথা তুলে ধরেন অজয় এডোয়ার্ড। অপর দিকে কেন্দ্রীয় সরকারের তুলোধুনো করেন তিনি। বিধানসভা নির্বাচনে তরাই ডুয়ার্সের ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে নব গঠিত এই দল। তবে কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা এখনো স্পষ্ট করে জানায় নি তারা। তবে ডুয়ার্সের মাল, নাগরাকাটা,কালচিনি, কুমার গ্রাম, মাদারিহাটে নিজেদের প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে নতুন দলের। এই বিষয়ে রাজেশ লাকড়া জানান, চা বাগানের শ্রমিকদের স্বার্থে লড়াই করবে এই দল, শ্রমিকদের অধিকার ছিনিয়ে আনতে বৃহত্তর আন্দোলন হবে ভবিষ্যতে। ড: জয় প্রফুল লাকড়া জানান, রাজনৈতিক সমস্যার জন্য রাজনৈতিক সমাধান প্রয়োজন, সেজন্যই এই রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এবার হবে অধিকারের লড়াই। সাথে থাকবে ষষ্ঠ তফশিলের দাবি।