
WB Today Weather News: অক্ষয়তৃতীয়ার সকাল থেকেই রোদের আড়ালে চলছে মেঘের লুকোচুরি খেলা। আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল যে, সপ্তাহের শুরুতেই হাওয়া বদল হবে। সেইমত বুধবার সকাল থেকে শহর ও শহরতলির আকাশ মেঘলা। বেলা বাড়তেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় হাওয়া বইতে পারে। কোথাও আবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। কোথাও আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জেলায় রয়েছে শিলাবৃষ্টির হওয়ারও সম্ভাবনা।
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এই দুই জেলার কোথাও-কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,0 পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।0 এবং এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের বাকি অন্যান্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, মালদহে ঝড় বৃষ্টি হবে ও হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
অন্যদিকে, মাসের শুরুতেই অর্থাৎ ১ মে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। শুধু তাই নয়, কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২ মে শুক্রবার পশ্চিমের মুর্শিদাবাদ সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে থাকবে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তবে আগামী ৩ মে রাজ্যের কোথাও কোনও ঝড়বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রারও এই মুহূর্তে বড়সড় কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহুর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার ওপরে একটি উত্তর দক্ষিণে একটি অক্ষরেখা রয়েছে। যার কারণে প্রচুর জলীয় বাস্প ঢুকছে বঙ্গে। ফলে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গেও সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অক্ষয়তৃতীয়ায় কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):-
উত্তরবঙ্গের বাকি পাঁচটি জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গে আজ ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। কালিম্পঙ জেলায় ঝোড়ো হাওয়ায় গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।