পঞ্চায়েত ভোট গ্রহণ থেকে গণনা শেষ, বোর্ড গঠনের প্রস্তুতি শুরু হয়েছে । এরই মধ্যে পুকুর থেকে মাছ ধরার জালে উঠল ব্যালট বক্স । উত্তর দিনাজপুরের করণদিঘির ঘটনায় শুরু হয়েছে চাঞ্চল্য ।
পঞ্চায়েত ভোট শেষ হয়েও হল না শেষ । পঞ্চায়েত ভোট - গ্রহণ থেকে গণনা শেষ, বোর্ড গঠনের প্রস্তুতি শুরু হয়েছে । কিন্তু এখনও ব্যালটের বিতর্ক বর্তমান । উত্তর দিনাজপুরের করণদিঘি বাগারগাওতে ব্যালট । খিদির পুকুর থেকে উদ্ধার ব্যালট বাক্স । পুকুর থেকে মাছ ধরতে গিয়ে জালে উঠল ব্যালট বক্স, কোথা থেকে এল ব্যালট বাক্স - প্রশ্ন সাধারণের মনে ।