নার্সিং হস্টেলে ঢুকে অশ্লীল অঙ্গভঙ্গি অ্যাম্বুল্যান্স চালকের, নার্সদের পোশাক চুরির অভিযোগ

Published : Oct 09, 2024, 12:02 PM IST
man-arrested-for-removing-condom-secretly-while-having-sex

সংক্ষিপ্ত

কাটোয়া মহকুমা হাসপাতালের নার্সিং হস্টেলে মত্ত অবস্থায় ঢুকে নার্সদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি এবং জামাকাপড় চুরির অভিযোগ উঠল হাসপাতাল কর্মীর ছেলের বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন নার্সরা।

আরজি কর কাণ্ডের পর থেকে নিরাপত্তহীনতায় ভুগছেন ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী সকলে। এই পরিস্থিতিতে ফের এক চমকপ্রদ ঘটনা। এবার বিপাকে পড়লেন নার্সরা।

ফের জটিলতা তৈরি হল হাসপাতাল চত্বরে। মত্ত অবস্থায় নার্সিং হস্টেলে ঢুকে নার্সদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি এবং বাইরে শুকোতে দেওয়া জামা-কাপড় চুরি করার অভিযোগ উঠল হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীর ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত নিজেও একটি অ্যাম্বুল্যান্সের মালিক।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে। নার্সেরা জানিয়েছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতাল সূত্রের খবর, ইতিমধ্যে সুপারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ।

এপ্রসঙ্গে কয়েকজন নার্সের অভিযোগ জানান, সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। একজন নার্স বলেন, পাশাপাশি ঘরে আমরা দুজন নার্স দরজা বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলান। হঠাৎ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনি। উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে আশি। তখন দেখি মুন্না আমাদের বাথরুম থেকে বের হচ্ছে। মত্ত অবস্থায় ছিল সে। ভয়ে আমি দরজা বন্ধ করে পাশের ঘরে থাকা সহকর্মীদের চিৎকার করে ডাকি। তখনও মুন্না বাইরে দাঁড়িয়ে ছিল। পরে বেরিয়ে যায়। কিন্তু, যাওয়ার সময় দোতলায় এবং নীচে আমাদের অন্তর্বাস শুকোতে দেওয়া ছিল, সেগুলি নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনার কথা হাসপাতালের সুপারকে জানাই।

জানা নিয়েছে, নার্সদের কাছ থেকে অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বাবা হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী। তাঁদের জন্য নির্দিষ্ট কোয়াটার আছে। বাবার সঙ্গেই থাকেন এই বছর ৩৫-র যুবক। গত রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। 

 

PREV
click me!

Recommended Stories

বিবেকানন্দ জয়ন্তীতে হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন | Suvendu Adhikari News
দেহে নিপা ভাইরাসের লক্ষণ বলে সন্দেহ চিকিৎসকদের, বারাসাত হাসপাতালে ভর্তি ২ নার্স