'প্রতিবারই বাংলায় যাই দুর্গাপুজোর উদ্ধোধনে', আরজি কর আবহের মধ্যেই কী কলকাতা আসছেন অমিত শাহ

Published : Sep 17, 2024, 10:00 PM IST
Amit Shah

সংক্ষিপ্ত

অমিত শাহ নিজেই জানিয়েছেন, এবারও বাংলায় তিনি দুর্গাপুজোর উদ্বোধনে আসবেন। যদিও রাজ্য বিজেপি ব্যস্ত আরজি কর ইস্যুতে। 

আরজি কর আবহের মধ্যেই কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। অন্যান্যবারের মত এবারও অমিত শাহ শহরে আসতে পারেন দুর্গাপুজোর উদ্বোধন উপলক্ষ্যে। তবে কোন কোন পুজো তিনি উদ্বোধন করবে তা এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে এখনও রাজ্য বিজেপির নেতারা কিছু জানায়নি আনুষ্ঠানিকভাবে।

পশ্চিমবঙ্গের প্রথম সারির একটি বাংলা দৈনিকের প্রতিবেদন অনুযায়ী অমিত শাহ নিজেই জানিয়েছেন, এবারও বাংলায় তিনি দুর্গাপুজোর উদ্বোধনে আসবেন। তিনি বলেছেন,'প্রতিবারই তো বাংলায় যাই পুজো উদ্বোধনে। এবারও যাব। তবে কোনও কোনও পুজো উদ্বোধন করব এখনও তা চূড়ান্ত হয়নি।' গত কয়েক বছরই বাংলায় দুর্গাপুজো উপলক্ষ্যে আসছেন অমিত শাহ। বিজেপির নিজস্ব একটি দুর্গাপুজো হত। তবে গতবার থেকে সেটি হচ্ছে না। গত বছর অমিত শাহ শিয়ালদহের রাম মন্দির থিমের প্যান্ডেলের পুজো উদ্বোধন করেছিলেন।

তবে এবার আরজি কর - কাণ্ডের জেরে রাজ্যে দুর্গাপুজোর উৎসব হবে না বলেও অনেকেই প্রচার চালাচ্ছে। আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উৎসবে ফেরা মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। সেই অবস্থায় দুর্গা পুজো নিয়ে কিছুটা হলেও সাবধানী রাজ্য বিজেপি। ধীরেসুস্থ পদক্ষেপ করতে চাইছে। এই অবস্থায় অমিত শাহের রাজ্যে আসার কথা রয়েছে। যদিও কয়েক বছর ধরেই বিজেপি দুর্গাপুজোকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধি করার কাজে এগিয়ে যাচ্ছে। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও বর্তমানে আরজি কর ইস্যুতে বিজেপি নেতারা ব্যস্ত রয়েছে। দলীয় কর্মসূচি নিয়েই ব্যস্ত। তবে এই বছর এখনও দুর্গাপুজোর উৎসবে তেমন গা ভাসায়নি বাঙালি। সকলেই তাকিয়ে রয়েছে আরজি কর ইস্যুর দিতে। এদিন সুপ্রিম কোর্টের শুনানির পরে কিছুটা হলেও সেই মেঘ কেটেছে বলেও মনে করছেন অনেকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ