অভিষেকের বার্তার পরই বীরভূমে হঠাৎ TMC-র কোর কমিটির বৈঠক? মুখোমুখি হচ্ছেন অনুব্রত-কাজল

বীরভূম তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আগামী ১৬ নভেম্বর কোর কমিটির বৈঠক হতে পারে। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন অনুব্রত মণ্ডল ও জেলা রাজনীতিতে তাঁর প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত কাজল শেখ।

 

উৎসব শেষে হঠাৎ করেই সক্রিয় বীরভূমের তৃণমূল কংগ্রেস। আগামী ১৬ নভেম্বর ডাকা হয়েছে বীরভূমের কোর কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই এই কোর কমিটি নিজের হাতে তৈরি করে দিয়েছিলেম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সংগঠন নিয়ে যে খসড়া দিয়েছিলেন তাতে বীরভূমের রাজনৈতিক দায়িত্ব কোর কমিটির হাতে রাখার ওপরেই জোর দিয়েছিলেন। বৃহস্পতিবার জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক খসড়ার কথা তোলার পরই কোর কমিটির বৈঠক ডাক দেওয়ায় রাজনৈতিক গুরুত্ব অনেক বাড়ছে বলেও মনে করছেন ওয়াকিবহাল মহল।

বীরভূম তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আগামী ১৬ নভেম্বর কোর কমিটির বৈঠক হতে পারে। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন অনুব্রত মণ্ডল ও জেলা রাজনীতিতে তাঁর প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত কাজল শেখ। যদিও দুজনের কেউই প্রকাশ্যে রাজনৈতিক প্রতিপক্ষ বলে দাবি করেন না। যাইহোক কোর কমিটির বৈঠকে তাঁরা মুখোমুখি হতে পারেন। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তিহার থেকে ফেরার পর কাজল শেখ একদিনই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছিলেন। তিনি জানিয়েছিলেন দাদার সঙ্গে ভাই দেখা করতে গেছে। এবার রাজনৈতিক মঞ্চেই তারা মুখোমুখি হবেন বলেও মনে করেছে জেলার তৃণমূল কর্মী সমর্থকরা।

Latest Videos

বীরভূমের রাজনীতিতে গুঞ্জন, তিহার জেল থেকে ফেরার পর থেকেই কোর কমিটিকে গুরুত্ব দিচ্ছিলেন না অনুব্রত। তিনি নিজের মত করেই দল চালাচ্ছিলেন বলেও অভিযোগ ছিল। সম্প্রতি কোর কমিটি নিয়েও প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন কোর কমিটির সদস্য সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে। তাতে গোটা বীরভূম জেলার প্রতিনিধি থাকবে। বর্তমানে যো কোর কমিটি রয়েছে সেখানে গোটা বীরভূম জেলার প্রতিনিধি নেই বলেও দাবি করেছিলেন তিনি। এবার সেই কোর কমিটির বৈঠকই বসতে চলেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল