এক ক্লিকে জানানো যাবে যেকোনও অভিযোগ! মিনিটের মধ্যে সমস্যার সমাধান হবে? দারুণ অ্যাপ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়
২০২৬-এ বিধানসভা নির্বাচন। ভোটে জিততে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। শুরু করা হচ্ছে একের পর এক প্রকল্প।
শুধু নারীদের জন্যেই নয়, পুরুষ ও প্রবীণদের জন্যেও পরের পর প্রকল্প নিয়ে হাজির তৃণমূল সরকার।
শহরের মানুষদের পাশাপাশি গ্রামের বাসিন্দাদের জন্যেও নতুন প্রকল্প নিয়ে হাজির হল তৃণমূল সরকার।
এই নতুন অ্যাপের নাম 'বাংলার পঞ্চায়েত অ্যাপ'। কিন্তু ঠিক কী হয় এই অ্যাপের মাধ্যমে?
এই নতুন অ্যাপের মাধ্যমে পঞ্চায়েত অফিসের কাজ আরও বেশি সহজ হতে চলেছে। গ্রাম পঞ্চায়েত স্তরের বাসিন্দাদের সরকারি সুবিধা দিতে তৈরি করা হয়েছে নতুন অ্যাপ।
কীভাবে মিলবে এই অ্যাপের সুবিধা? প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। এরপর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ' বাংলার পঞ্চায়েত'।
এই অ্যাপের মাধ্যমে পঞ্চায়েতের যেকোনও কাজের বিষয়ে সমস্যায় পড়লে অনলাইনে অভিযোগ করা যাবে। পঞ্চায়েত গেস্ট হাউজও সহজে বুক করা যাবে।