
Khardaha : রহড়ার একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ টাকা ও সোনার গহনা উদ্ধার করল ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার এক ব্যক্তি, ভিন রাজ্য যোগের সম্ভাবনা। তদন্তে নেমেছে পুলিশ।
Khardaha : রহড়ার একটি আবাসনের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ টাকা ও সোনার গহনা উদ্ধার করল ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে। উদ্ধার হয়েছে ৯০৫ রাউন্ড গুলি, আধুনিক অস্ত্র তৈরির সরঞ্জাম, ১.৫ লক্ষ নগদ টাকা ও ২৮০ গ্রাম সোনার গহনা। পুলিশের অনুমান, ভিন রাজ্য থেকে চালানো হচ্ছিল অস্ত্র চক্র। গোটা ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগ। ব্যারাকপুরে সাংবাদিক বৈঠকে গোয়েন্দা প্রধান চারু শর্মা জানান, চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে। তদন্ত চলছে।