লোকসভা ভোটের আগেই বিজেপির জয়জয়কার। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যই দখল করল বিজেপি। মোদী ঝড়ে তিন রাজ্যে কুপোকাত কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরে অকাল হোলিতে মাতল বিজেপি। লাড্ডু খাইয়ে বিজয় উল্ললাসে মাতল বিজেপি।
লোকসভা ভোটের আগেই বিজেপির জয়জয়কার। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যই দখল করল বিজেপি। মোদী ঝড়ে তিন রাজ্যে কুপোকাত কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরে অকাল হোলিতে মাতল বিজেপি। লাড্ডু খাইয়ে বিজয় উল্ললাসে মাতল বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।