রামনগরে রাস উৎসবের প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক, অন্তত ১০০ জন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে

রামনগরে রাস উৎসবে প্রসাদ খেয়ে অসুস্থ অনেকে। 

রামনগরে রাস উৎসবে প্রসাদ খেয়ে অসুস্থ অনেকে। পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রসাদ খাওয়ার পর, অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক গ্রামবাসী।

ইতিমধ্যেই কয়েকজনকে বিভিন্ন সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। আর এই খবর পেয়ে হাসপাতালগুলিতে যাচ্ছেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। অন্যদিকে, অসুস্থের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছেন স্থানীয়রা। যার জন্য মেলা প্রাঙ্গণেও একটি স্বাস্থ্য শিবির খোলা হয়েছে।

Latest Videos

রামনগর-২ ব্লকের কালুয়া অঞ্চলের মালঞ্চ গ্রামের গোষ্ঠমেলা প্রাঙ্গণে রাস উৎসব স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান। স্থানীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে, রবিবার ওই মেলায় চিঁড়ে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। কয়েকশো পুণ্যার্থী এবং দর্শনার্থীও ওই প্রসাদ খান। অভিযোগ উঠছে, তারপর থেকে একে একে অসুস্থতার খবর আসতে শুরু করে।

সবারই প্রায় একই উপসর্গ দেখা যায়। পেটে ব্যথা এবং বমিভাব। ওই উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১০০-রও বেশি মানুষ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। এই ঘটনার পর রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন। বারবার খোঁজখবর নেওয়া হচ্ছে অসুস্থদের। পাশাপাশি প্রসাদে বিষক্রিয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানান, “মালঞ্চ গ্রামের গোষ্ঠমেলা অত্যন্ত জনপ্রিয়। রবিবার, ওই উৎসবে প্রসাদ বিতরণ করা হয়। সেই চিঁড়ে প্রসাদ খেয়েছিলেন শতাধিক মানুষ। পরদিনই সকাল থেকে একের পর এক বাসিন্দারা অসুস্থ হতে শুরু করেন। শুধু পানিপারুল হাসপাতালেই এমন ৩০ জন রোগীকে ভর্তি করানো হয়েছে।”

বিধায়ক জানান, পরিস্থিতি দেখতে তিনি নিজে পানিপারুল হাসপাতালে গেছিলেন। মেলা প্রাঙ্গণেও দ্রুত একটি স্বাস্থ্য শিবিরে খোলার ব্যবস্থা হয়েছে। তাঁর কথায়, “কী কারণে এই ঘটনা ঘটল তা স্বাস্থ্য দফতরকে খতিয়ে দেখতে বলা হয়েছে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন