ফের দুষ্কৃতী তাণ্ডব ব্যারাকপুরে। তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ। ব্যারাকপুরের নতুন বাজার এলাকায় ব্যবসায়ীকে ব্যাপক মারধর। সোনু সাউ নামে এক দুষ্কৃতির বিরুদ্ধে মারধরের অভিযোগ।
ফের দুষ্কৃতী তাণ্ডব ব্যারাকপুরে। তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ। ব্যারাকপুরের নতুন বাজার এলাকায় ব্যবসায়ীকে ব্যাপক মারধর। সোনু সাউ নামে এক দুষ্কৃতির বিরুদ্ধে মারধরের অভিযোগ। ব্যবসায়ী গৌরব রায়কে ধারালো অস্ত্রের কোপ। আহত অবস্থায় ভর্তি ব্যারাকপুরের সরকারি হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে ব্যারাকপুর থানার পুলিশ।