
Bagdah : বাগদার মালিদা গ্রামে শ্বশুর-শাশুড়ি ও সন্তানদের অচেতন করে দুই বউকে নিয়ে পালালেন যুবক আরিফ মোল্লা। পরিবারের অভিযোগ ও পুলিশের তদন্তে চাঞ্চল্য।
Bagdah : বাগদার মালিদা গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, আরিফ মোল্লা নামে এক যুবক শ্বশুর-শাশুড়ি ও তিন মেয়েকে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে অচৈতন্য করে এক বাড়ির দুই বউকে নিয়ে পালিয়েছে। সোমবার সন্ধ্যায় আনিসুর শেখ বাড়ি ফিরে দেখেন, বাবা-মা ও তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। হাসপাতালে নিয়ে গেলে সুস্থ হয়ে তাঁরা জানান, আরিফই দুই বউকে মাদক খাইয়ে নিয়ে গেছে।
পরিবারের দাবি, এর আগেও বড় বৌদি কুলচান মল্লিক ও স্ত্রী নাজমা মন্ডলকে নিয়ে পালিয়েছিল আরিফ। এবারে এক মেয়েকেও সঙ্গে নিয়ে গেছে সে। মঙ্গলবার আনিসুর শেখ বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন আনিসুর, তাঁর বাবা-মা ও আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।