Yusuf Pathan: অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, চায়ের স্বাদ নিতে ব্যস্ত বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান

Published : Apr 13, 2025, 06:10 PM ISTUpdated : Apr 13, 2025, 06:28 PM IST
Yusuf Pathan

সংক্ষিপ্ত

Murshidabad Violence: ওয়াকফ আইনের প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা হিংসাত্মক হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চল। কিন্তু বহহরমপুরের সাংসদের দেখা নেই।

Baharampur MP Yusuf Pathan: সংশোধিত ওয়াকফ আইনের (Waqf Amendment Act) প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা হিংসাত্মক রূপ নিয়েছে। মুর্শিদাবাদের (Murshidabad) বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিতে নিজের সংসদীয় কেন্দ্র থেকে বহু দূরে শান্ত, নিরাপদ জায়গায় বসে নিঃস্তব্ধ দুপুরে চায়ের কাপ হাতে প্রকৃতির শোভা উপভোগ করছেন বহরমপুরের সাংসদ প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)। তিনি সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে, রাজকীয় ভঙ্গিতে অলস দুপুর কাটাচ্ছেন বহরমপুরের সাংসদ। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘সহজ-সরল দুপুর, ভালো চা, শান্ত পরিবেশ। এই মুহূর্ত শুষে নিচ্ছি।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বহরমপুরের সাংসদের এই পোস্ট। নিজের নির্বাচনী কেন্দ্রে অসংখ্য মানুষ যখন আক্রান্ত, তখন সাংসদ হয়ে এভাবে তাঁকে আরাম করতে দেখে অনেকেই ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় ইউসুফের পোস্টেই অনেকে মুর্শিদাবাদের হিংসাত্মক পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁকে আক্রমণ করছেন।

ইউসুফকে আক্রমণ বিজেপি-র

মুর্শিদাবাদে হিংসার ঘটনা প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, ‘বাংলা জ্বলছে। এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যা হচ্ছে তা সরকারের মদতে, সরকারের নিরাপত্তায়, সরকারের প্রশ্রয়ে হিন্দুদের উপর অত্যাচার। হিন্দুরা অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। কীভাবে গেরুয়া পতাকা টেনে নামানো হয়েছে, তাও আমরা দেখেছি। স্বামী বিবেকানন্দর ভূমিতে এসব হচ্ছে। আমরা দেখেছি হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বেছে বেছে হিন্দুদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যেভাবে হিন্দুদের হেনস্থা করা হচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জিত হওয়া উচিত। তিনি এখনও তোষণে ব্যস্ত।’

 

 

রাজ্যেও প্রতিবাদ বিজেপি-র

শুধু মুর্শিদাবাদই নয়, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। পাল্টা হিংসার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে বিজেপি। রাজ্য সরকার ও শাসক দলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতারা।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া কার্তিক মহারাজের?
West Bengal SIR News: মৃত ব্যক্তির নথি চুরি করে ভোটার! এই বাংলাদেশির স্বীকারোক্তি শুনে চমকে যাবেন