মেদিনীপুর শহরের বিখ্যাত উরস উৎসবে যোগ দিতে স্পেশাল ট্রেনে চড়ে বাংলাদেশে থেকে এলেন ২২০০ পুণ্যার্থী । মেদিনীপুর ষ্টেশনে পৌঁছাতেই তাদের স্বাগত জানালো মেদিনীপুর পৌরসভা ।
মেদিনীপুর শহরের বিখ্যাত উরস উৎসবে যোগ দিতে স্পেশাল ট্রেনে চড়ে বাংলাদেশে থেকে এলেন ২২০০ পুণ্যার্থী । মেদিনীপুর ষ্টেশনে পৌঁছাতেই তাদের স্বাগত জানালো মেদিনীপুর পৌরসভা | এরপর তাদের উরস উৎসবের দিকে পাঠানো হয় | উরস উৎসব উপলক্ষে এই রীতি বহু বছর চলে আসছে | করোনার কারনে ২০২১ ও ২০২২ সালে তারা আসতে পারেনি | এবছর উপস্থিত হয়েই ভারতীয় রেলওয়ে ও আয়োজকদের ধন্যবাদ জানালেন তাঁরা |